আমাদের কথা খুঁজে নিন

   

মেজাজটা বড়ই খারাপ . গগগররররর

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility মুই ছুটিত যাইতান্ন । গত বছর ধরেও কানের ক্যা ক্যাঁ করেছিল , যা নতুন বছরের শুরুতে শুরু করেছে কোম্পানী জোর করে ছুটিতে পাঠাতে চাচ্ছে !!! গতবার এমডির সহিত বহুত দেন দরবার করে ইটালী আর বাংলাদেশের অল্প অল্প সময়ের ট্র্যাকে ছুটি নিলাম । কিন্তু সত্যিকার অর্থে আমি ছুটি চাই নাই । এইবার শুরু হইছে ....... আবার । জিজ্ঞাসা করে: কয়দিনের ছুটিতে যাবেন ? মুই বলি: আমি ভাল্লুক নই ! ম্যানেজার: এ. এমডি বললেন ছুটিতে যেতে, তুমি ভাল কাজ কর ! আমি: এ.এমডি বাদ, এমডির সাথে এই বছরের শুরুতে কথা হয়ে আমি ১ বছর শান্তি পাব ! ম্যানু: ঠিকাছে অন্তত ১ সপ্তাহ নাউ ।

মুই: আমাকে মেরে ফেলতে পারেন, অপেক্ষা বা সময় না কাটার থেকে মৃত্যু ভাল । ম্যা: তোমাকে লাইক করি, তাই বলছি, ৪ দিনের নাউ, একটু রেস্ট নাউ । আমি: আমি গে না । ম্যা: তোমার রেস্ট দরকার । আমি: ঠিকাছে দেখি, আরবাইতার খামারে(কর্মচারী সংগঠন) ফুনাবো, জোর করে ছুটি দেওয়ার প্রসেস করার জন্য ! ম্যা: আমি জানতাম, তাই ওদের বলে রেখেছি, তোমার কিছুটা অবকাশ দরকার হবে, তুমি খুবই পরিশ্রমী ! আমি: আমার টাকলা মাথা দেখে কি মনে হয় আমি বয়স্ক মানুষ ? যতদিন সামর্থ্য আছে ততদিন কাজ করতে চাই , তার উপর হাতে এখনও হাত কড়া পড়ে নি, দেশে গেলে নির্ঘাত হাতকড়া পড়তে হবে মু: একটা এস্কর্ট মেয়ে জোগাড় করে কয়েকদিন আরামে কাটাও , চাইলে তোমাকে ১ মাসের ছুটির ব্যবস্থা করতে পারি ।

আমি: ধন্যবাদ, আমি রাজী নই । মু: আমি জানি তুমি যেরকম স্ব্যাস্থবান এতে দুই তিনটা মেয়ে ব্যাপার না !... আমি: রেগেমেগে.... যথেষ্ট ব্লা ব্লা ... হয়েছে ... ঠিকাছে আমি কানাডায় ফোন করছি.. যদি ভাই এর সাথে এরেঞ্জ করতে পারি ১ সপ্তাহ নিব । আর বাবা মার কাছে যেতে পারি তবে আমার ২ মাস লাগব তবে তা আগস্ট এর সময় । ম্যা: ২ মাস এর ব্যাপারে শিউর না ইনফ্যাক্ট আগস্টগুলো বুকড হয়েছে আছে পরিবার যাদের আছে তাদের জন্য, তুমি তো একা ... আমি: তাহলে আমিও মন পরিবর্তন করতে চাই । ম্যা: ঠিকাছে তবে ১ মাস শিওর পাবে তবে ২ মাস এর ব্যাপারে একটু আলোচনা করতে হবে বড় সাহেব এর সাথে ।

আমি: ডাইরেক্ট এমডি কেন নয় ? ম্যা: তোমার কিছু হলেই এমডি. এমডি... আর কোন মানুষ পাও না... আমি: ওকে পড়ে কথা হবে, কাজ বাকি আছে (ঝাড়ি মেরে সরে গেলাম ) দেখা যাক... আগামী সপ্তাহে কি হয়, ওর থেকে ১ সপ্তাহ সময় নিয়েছি চিন্তা করার । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.