আমাদের কথা খুঁজে নিন

   

অচিন দেশের অচিন মানুষ

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। খাঁচা ভেদ করে অচিণ পাখি কোন দেশেতে যায়।

তাহা একবার ভেবেছিস কি মন তুই?। সে যে এক অচিণ দেশে পারি জমায়। সেই দেশ যদি না চিনিস এই বুকে থেকে মন তুই। মরণের পর তুই পরবি বিষম ফেরে। মন,রে,সেই দেশে নাই তুর কোন পরিচিতি মুখ।

শুধু দেখবি সেথায় তুই এক অপরিচিতি মুখ। তাঁরে এই বুক থেকে যদি না চিনিস মন, মরণের পর তুই পাবি না কোন কূল । চিন,চিন,চিন,মন,রে তুই চিন, এই বুক থেকে সেই অচিন দেশের সেই অচিন মানুষটি চিন। মন,রে,যে চিনিয়াছে সেই অচিন মানুষটি সে যে জগত শ্রেষ্ঠ। সেও তু মানুষ।

মন,তুই হও-রে সেই মানুষ,তেমন মানুষ। মন,রে,সে যে অচিন মানুষ। তবু,ভব সংসারে সর্বত্র তাঁর বিরাজ। চিন,চিন,চিন, মনরে তুই চিন, সেই অচিন দেশের সেই অচিন মানুষটি এই ভব সংসারেই চিন। যদি চিন্তে পারিস মন তুই তাঁরে।

তবে,তুই হইবি মানব শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ সৌভাগ্যবান। চিন,চিন,চিন,মন,রে তুই চিন, সেই অচিন দেশের সেই অচিন মানুষটি এই বুক থেকে ভব সংসারেই চিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।