আমাদের কথা খুঁজে নিন

   

অচিন পাখি

নাম না জানা অচিন পাখি কেমনে আসে যায় মনের মাঝে ছোট্র ঘরে একলা থাকে নিরন্তেরে সবার মাঝে বিরাজ করে আপন মহিমায়। একলা ছিলাম একলা থাকি কোথায় আছো অচিন পাখি আপন ঠিকানাই এমনি করে মনের ঘরে সর্ব সময় বিরাজ করে পথ থেকে এই মন কুঠিরে। সকাল দুপুর রাত্রী ভোর মন খোজে তোরে একলা রেখে আছিস দূরে। ভাবনা গুলো মনের মাঝে খেলা করে আপন সাজে আসবি কখন মনের মাঝে চিন্তা গুলো তারিয়ে বেড়ায় অচিন পাখি আর না দেখা দেয়। পাখির আশায় একলা থাকি আসবি কিরে অচিন পাখি মনের দরজায় বন্ধ দুয়ার বন্ধ করে রেখে দিলি চিরতরে খুলবি নারে আর একোন কারাগার। মনের মাঝে বিরাজ করে আসবি না আর মনের ঘরে মন কি তাই মানতে পারে এমন আচারন অচিন পাখি ? ধ্রুব...........................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।