আমাদের কথা খুঁজে নিন

   

হোয়াইট চকলেট (অণুগল্প - ১)

পৃথিবীর শেষ দেখে ছাড়ব! সেইম ফ্লেবার?/ হুম/ স্যার আজ যে একা?/ হুম!/ এই প্রথম ম্যাম কে ছাড়া আপনাকে দেখলাম/ তিন মাস আগে তো একাই আসতাম, খেয়াল করেন নাই বোধ হয়/ লাস্ট ফিউ মান্থে মনে হয় এই ফার্স্ট আপনি একা আসলেন/ হুম!/ কেন স্যার? এনি প্রবলেম? ম্যাম কি সিক?/ হুহ, নাহ সিক না!/ ওহ, স্যরি!/ না না ইটস ওক্কে, মাঝে মাঝে একাই আসতে হয়! এক ঘণ্টা পর, ওর টাও আজ আমিই খাই কি বলেন?/ মন্দ হয় না স্যার/ মন্দ হলেও কিছুই করার নেই/ হোয়াইট চকলেট ই দেব?/ উউউ, নাহ পুরনো ফ্লেভার টা চেঞ্জ করে ফেলি, কি বলেন?/ নিশ্চুপ/ ফ্রম টুডে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ফ্লেভার/ কি দেব স্যার?/ ভাল দেখে আপনার পছন্দের একটা দেন/ ডবল ক্রিম দেই?/ দেন একটা!/ হ্যাভ আ নাইস ডে!/ হ্যাভ আ নাইস ডে টু! হাহ: দিনের তো শেষ ভাগ এখন, নাইস ডে কি আর আসবে? ডবল ক্রিম টাতো মন্দ না! খেতে ভালোই লাগছে। যদিও স্পর্শহীন ভাবেই পড়ে আছে ডাবল ক্রিম ফ্লেভারের কোন আইসক্রিম টি, পথের নির্দিষ্ট কোন এক স্থানে। অতীতের কোন এক দিনে এভাবেই হোয়াইট চকলেট ফ্লেভারের একটি কোন পড়েছিল। সন্ধ্যা বেলায়! অন্য কারও হাত থেকে। সমাপ্ত অপ্রাপ্যতায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।