আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বসাহিত্য কেন্দ্র একাদশ শ্রেণীর (ঢাকা মহানগর) ছাত্রছাত্রীদের বই পড়ানো কর্মসূচি-২০১১ সদস্য হবার শেষদিন আজ

তাশফী মাহমুদ কলেজের ছাত্র-ছাত্রীরা যাতে তাদের মন ও বয়স উপযোগী সুন্দর, সুখপাঠ্য এবং উন্নত মানসম্পন্ন বইপড়ার মাধ্যমে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র তাদের জন্য একটি বইপড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এই কর্মসূচির বইয়ের তালিকায় রয়েছে বাংলাসাহিত্য ও পৃথিবীর কিশোর সাহিত্যের সবচেয়ে সুন্দর ও উপভোগ্য সব বই। বইপড়ার উৎসাহ বাড়িয়ে তোলার জন্য রয়েছে বিপুলসংখ্যক পুরস্কারের ব্যবস্থা। কলেজের এই বইপড়া কর্মসূচিটি পরিচালিত হবে দুইপর্বে। প্রতি পর্বে থাকবে ১২টি করে বই।

কলেজের একাদশ, দ্বাদশ শ্রেণীর যে কোনো ছাত্রছাত্রী প্রতি পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। এই কর্মসূচি চলবে ১৮ সপ্তাহ। আঠার সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় একজন সদস্য প্রতি সপ্তাহে একটি করে মোট বারটি বই বাসায় নিয়ে পড়ার সুযোগ পেয়ে থাকে। পাঠ শেষে আয়োজন করা হয় যাচাই পর্ব। সারা দেশের ৩০০টি কলেজে রয়েছে বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণ করার সুযোগ।

ঢাকা মহানগরের কেন্দ্র-ভিত্তিক কর্মসূচিতে সুযোগ আছে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সায়ীদের কাছ থেকে বিভিন্ন বইয়ের আলোচনা শোনার,নিজের অনুভূতি ব্যক্ত করার। বইপড়া কর্মসূচির পাশাপাশি প্রতি শুক্রবার কেন্দ্রের সদস্যরা অংশ নেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে। বিভিন্ন ধরণের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পঠিত বই এর ওপর আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী, অতিথি বক্তৃতা, সঙ্গীত শ্রবণ কর্মসূচি, মানুষ ও দেশ সম্বন্ধে জানার বিভিন্ন কর্মসূচি, পরিবেশ পরিচিতি, বছরের শেষে দর্শনীয় স্থান ভ্রমণ, পিকনিক – এমনি নানাধরণের কর্মসূচির ভিতর দিয়ে ভাব ও অনুভূতির সজীব বিনিময়ে আনন্দমুখর সহমর্মিতার পরিবেশে ছাত্রছাত্রীদের হৃদয়কে সুস্মিত করে গড়ে তোলার আয়োজন। বিশ্বসাহিত্য কেন্দ্রের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বই পড়ানো কর্মসূচির নাম 'দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম' আর এর নানান কার্যক্রমের একটি হল 'কলেজ কর্মসূচি', আর ১৯৮৪ সাল থেকে এই কর্মসূচি শুরু হয়ে এখনো অব্যহত রয়েছে।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.