আমাদের কথা খুঁজে নিন

   

একাকিত্বের স্বপ্ন এবং তুমি

বিষন্নতা উচ্ছাসের উৎসব সেই রোদে হেঁটে চলা একলা পথের দিনগুলো যে পথে শূন্যতাই ছিল আমার সঙ্গী যে পথে পড়ে থাকতো শুকিয়ে যাওয়া শুকনো পাতা অচেনা কিছু স্বপ্ন ছিল যা ধরা দেয় শুধু সেই পথেই তুমি কি যাবে সেই পথে? কিছুক্ষণ হাঁটবে আমার হাতে রেখে হাত? বলে দেবে কি কোনও অচেনা স্বপ্ন আমি দেখিনি হাত বাড়ালেই সেই স্বপ্ন ধরা যাবে রাঙিয়ে নেওয়া যাবে নিজের মতো করে তুমিও সেই সপ্নে মেশাবে একটুখানি রঙ তোমার মনের মত করে - আমি দুহাত বাড়িয়ে দিবো আমায় আলিঙ্গনে বাঁধো জোছনায় গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পড়া ঘূর্ণিজল মনে বাজায় চেনা সবুজ দিগন্ত ........ কিছুটা তোমার মতো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।