আমাদের কথা খুঁজে নিন

   

যান্ত্রিক যন্ত্রণা

কখনো নই আমি নেশার জগতে... কল্পনাতে নই আমি বিরাজমান...আমি বাস্তবতায় হাঁটি... বাস্তবিকতাই আমার জগত অনেকদিন পরে লিখতে বসলাম আজ। এর মধ্যে জীবন থেকে বেরিয়ে গেছে প্রায় একটি বছর.. দেখতে দেখতে কেমন করে জানি সময়গুলো পার হয়ে যাচ্ছে। ক্যালেন্ডারের পাতাগুলোও কেমন করে জানি খুব দ্রুত সরে যাচ্ছে। এইতো সেইদিনই বিশ্ববিদ্যালয়ে পা রাখলাম, ২ বছর পেরুতে না পেরুতেই বাবাকে হারালাম.. দেখতে দেখতে সেই বিশ্ববিদ্যালয়ে পাঠ চুকিয়ে আবার পা রাখলাম সেখানেই! তবে এবার উচ্চতর শিক্ষার জন্য। এরপর জীবিকার খোঁজে চাকুরীর ঘানিটা চাপলো আমার দুই কাঁধে.. এর মধ্যে চুলের বাহারও কমেছে বেশ, কমেছে পরিমাণও।

জিন্স-টিশার্টও ছাড়তে হয়েছে কপোরেট সামঞ্জস্য বজায় রাখতে গিয়ে। চশমাটাও সাথী হবে যেকোন দিন। প্রায়ই চোখদুটো ইদানিং দূরে কোথাও দেখতে গেলে বিদ্রোহ করে বসে। তবে বরাবরের মতোই তাকে অবজ্ঞা করে চলেছি আমি.. যান্ত্রিকতার ধারাবাহিকতায় কপট ব্যস্ততার আড়ালে তো সেই কবেই জড়িয়েছি নিজেকে। তবে মাত্রাটা বেড়েছে আরও বেশী।

সময় হয়না অনেক কিছুর জন্যই। মাঝে মাঝে দিন কয়েকের জন্য নিজেকেও দূরে সরিয়ে রাখি, মনের প্রগাঢ় ইচ্ছাগুলোকে তো নিষেধাজ্ঞার বেড়াজালে ফেলে মেরে ফেলেছি সেই কবেই । মনের গোপন স্থানে ঘাপটি মেরে থাকা ইচ্ছেগুলো চেষ্টা চালায় মাঝে মাঝে, বিবেকটাকে জাগ্রত করার, কিন্তু যে বিবেক নিজেই জাগতে চায়না, তকে কিভাবে জাগানো যায়..?? দেখতে দেখতে আরো একট বছর চলে গেল.. আরো যাবে, পশ্চিমাদের (কাল্পনিক) ভীতিকর ২০১২ সালটা চলে এল প্রায়, সেটিও চলে যাবে, আরো আসবে, আরো যাবে.. যান্ত্রিক জীবনের যন্ত্রণার খাতাটা খালি ভারিই হবে। জীবন থেকে কেড়ে নেবে সবকিছু, সুখ, স্বাচ্ছন্দ, স্বচ্ছতা.. সততা তো বিলীন প্রায়, ঠিক তিস্তা নদীর মতো! যান্ত্রিকতাকে ট্রানজিট দিতে গিয়ে, আবেগের মাঝে গড়ে তুলেছি বাঁধ, রাস্তা, সড়ক-মহাসড়ক। তিস্তার বুকের উপর যেমন তলোয়ার চালায় ১২০ চাকার ট্রাকের চাকা, ঠিক তার মতো স্বপ্ন আর আবেগগুলোর উপর কড়াৎ চালায় নাগরিক যন্ত্রণা।

তখন আমরা দুই হাত দিয়ে কান চেপে থাকি, যেন এই কষ্টগুলোর আর্তনাদ যেন কোনক্রমেই আমাদের কানে না পৌঁছায়। জানিনা, সময় কি রেখেছে আমার জন্য এই জীবনে? দেখতে দেখতে আরো একট বছর চলেযাচ্ছে.. তবে নৃশংস যে সময় আমাকে কেড়ে নিচ্ছে আমাকে প্রতিনিয়ত, তার শেষ কোথায় কে জানে..? সকাল দশটার অফিস, সন্ধ্যা ছয়টা থেকে ক্লাস, ক্লান্ত শরীরে রাত ১০.৩০ এ বাড়ি ফেরা, কিছু সময় ফেসবুকিং/ব্লগ নিয়ে নাড়াচাড়া করা... এই যদি হয় জীবনের সংজ্ঞা... তবে নিকুচি করি... এই জীবনের, এই যান্ত্রিকতার, এই যন্ত্রণার... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।