আমাদের কথা খুঁজে নিন

   

এরা মুক্তিযোদ্ধা না, শিবীরের গুন্ডা ?

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি পুর্বনির্ধারিত মুক্তিযোদ্ধাদের সম্ভরধনা অনুষ্ঠান ছিল। বিকেল তিনটায়। কিন্তু ভোর ৬ টা থেকেই সমবেত হচ্ছিল বিপুল সংখক ইয়াং বয়েসি পোলাপান, বিএনপি-জামাত কর্মী, নগরের বিভিন্ন পয়েন্টে সমবেত হতে থাকে। অতচ এটা তাদের কোন জনসভা ছিল না, ছিল একটি সম্বর্ধনা অনুষ্ঠান, বিকেলে। ভোরে কুয়াশার ভেতর একটি দল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের রাস্তায় জটলা করে।

উশকানিমুলক ভাবে তারা সামনের সড়ক একপাশ অবরোধ করে, গ্যাদারিং বাড়াতে থাকে। প্রথমে পুলিশের রিকোয়েষ্ট। পরে .. পরের ঘটনা গতানগতিক, পুলিশের কাম একটাই লাঠিপেটা। এরপর দৌরাদৌড়ি ....... পিটুনির প্রতিশোধ নিতে অথবা পুর্বপরিকল্পিত ভাবে ঘটনাস্থলের অনেক দুরে দুরে বিভিন্ন স্থানে পাবলিকের গাড়িগুলোতে আগুন দিল পুড়িয়ে দিল, বোমাবাজিও সুরু করে দেয় ... জামাত-শিবিরের গুন্ডারা। লাঠিপেটার পর পরই মতিঝিলে হাতবোমার বিস্ফোরণে এক জন নিহত হয়েছে।

আরো কয়েকটি স্থানে হাতবোমার বিস্ফোরণে আহত হয়েছে কয়েকজন। মতিঝিল, শান্তিনগর, গাবতলী, গুলিস্তান গোলাপ শাহ মাজার এলাকা, বাড্ডা লিংক রোড, পান্থপথ, গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ এলাকায় আগুন দেওয়া হয়েছে আটটি গাড়িতে। পুলিশের গাড়িসহ প্রায় অর্ধশত গাড়ি ভাংচুর করা হয়েছে। এসব স্থানে। পরিকল্পিত ভাবে মোবাইলে দেশের বিভিন্ন স্থানে ভুয়া খবর ছড়ানো হয়।

দ্রুততার সাথে পরিকল্পিত ভাবে সিলেট টাঙ্গাইল, সিরাজগঞ্জেও যাত্রীবোঝাই বাসে আগুন দেয়া হয়, জ্যান্ত পুড়ে মারা যায় এক যাত্রী। হাতবোমার বিস্ফোরণগুলো বিভিন্ন পয়েন্টে প্রায় একই সময় বিষ্ফরিত হয়। বংগবন্ধু মেডিকেলে একটি অবিস্ফোরিত বোমা পাওয়া যায়। বাকি পাচটি হাতবোমা কাকরাইলে রাস্তার একটি ফাকা স্থানে একযোগে বিষ্ফোরিত হয়। সারা দিন উম্মত্ত তান্ডবের পরও সম্ভরধনা অনুষ্ঠান টি বিকেল তিনটায় পর্যাপ্ত নিরাপত্তায় নির্বিঘ্নেই সুরু হয়।

নরমাল ভাবেই শেষ হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.