আমাদের কথা খুঁজে নিন

   

হ্যালো মডারেটররা, শুনতে পাচ্ছেন? এই পোষ্টটা আপনাদের জন্য

আই লাভ দ্যা স্মোক, আই লাভ দ্যা স্মোকি লাইফ। সব ধোয়াটে থাকবে। ইচ এন্ড এভরিথিং। হ্যালো, সামুর মডারেটররা। আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন।

বিশ্বের বৃহত্তম বাংলা ব্লগের হর্তাকর্তা হতে পারায় আপনার অনেক গর্বিত এটা আমরা জানি। আমি আপনাদের জায়গায় থাকলে আমিও গর্বিত হতাম। তবে আপনাদের সাথে আমার পার্থক্য একটা জায়গায়। আপনারা শিক্ষিত, রুচিবান মানুষ। আমি একটা পাবলিক ভার্সিটির ৩য় বর্ষের সাধারণ একজন ছাত্র।

আপনাদের মতন এত জ্ঞান বুদ্ধি আমার নেই। তবে এক বইয়ে পড়েছিলাম, “স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন”। এখানেও ব্যাপারটা তাই মনে হয়। আমি জানি আজকে আমি ব্লগের অনেক নীতিমালা লংঘন করেছি। গালাগাল করেছি, যেটা আমি করিনা।

আজকে করতে বাধ্য হয়েছি। আমি জানি হয়তোবা আমাকে আপনার একারণে ব্যান করবেন। আর এই পোষ্টটা দেয়ার পর তো সেফ রাখার কোন প্রশ্নই উঠে না। তবুও আমি আমার নিকের আশা ছেড়ে দিয়েছি। কারণ, গতকাল আমার ক্যাম্পাসের দুইটা ছোটভাই নির্মমভাবে খুন হয়েছে এবং এটা নিয়ে অনেক রাজনৈতিক খেলা চলছে।

এবং এই ব্লগে অনেকগুলো পোষ্ট এসেছে যেখানে লেখক হত্যার বিচারের বদলে মুখ্য করে তুলেছেন জাফর ইকবালকে নিয়ে মিথ্যা প্রচারণা এমনকি আমার দুইটা মৃত ভাইকে নিয়ে বলেছে যে তারা অনৈতিক কাজ করতে গ্রামবাসীর হাতে গিয়ে মারা গেছে। হতে পারে এগুলা বাংলা নিউজ২৪ এর কপি পেস্ট। কিন্তু এইসব পোস্টদাতাদের কমেন্টের আচরণ কি উস্কানীমূলক নয়? তারা কি ঘটনাটিকে অন্য দিকে ধাবিত করতে চাচ্ছেন না? আমি জানি মেডিকেল, বুয়েট, ঢাবি, প্রাইভেট ভার্সিটির ছাত্রদের মতন আমরা এত চকচকে নই। আমাদের মধ্যে দুইজন মারা গেলে আপনাদের কিছুই যায় আসেনা। তাই আপনারা এ ঘটনাটা নিয়ে কোন পোষ্ট স্টিকি করেন নি।

কোন ধরণের শোকও প্রকাশ করতে চাননি। না চাইতেই পারেন। আপনাদেরকে দোষ দেইনা। দেশে প্রতিদিন কত লোক মারা যায়। আমরা সাধারণ বিশ্ববিদ্যালয় শাবির অতিসাধারণ ছাত্র।

আমাদের দুটা ভাইয়ের জীবনের কোন মূল্যই আপনাদের কাছে নাই থাকতে পারে। কিন্তু তাই বলে আমার ভাইয়ের মৃত্যু নিয়ে কেউ ব্যক্তিস্বার্থ উদ্ধারের চেষ্টা করবে, বানানো গল্প ফাদবে এটা মানতে অনেক কষ্ট হচ্ছে। আমি জানি আপনারা শুধু শুধু ব্লগটা চালান না। আপনাদের আয়ের একটা উৎস এটা। আপনাদের নীতিমালাগুলো রেজিস্ট্রশনের পর পড়েছিলাম।

আজকে আবার পড়লাম। ২খ. যেকোন ধরণের মন্তব্য, যার মর্মার্থ আমাদের কাছে গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা নীতিমালা অনুযায়ী সরিয়ে দেয়া হবে। ২চ. কোন এক শ্রেণীর অনুভূতিকে আঘাত করে, এমন কোন ঘৃণাত্মক পোস্ট অথবা মন্তব্যপূর্ণ পোস্ট আমরা প্রথম পাতায় থেকে সরিয়ে দিতে পারি । ৩খ. যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে। ৩ঘ. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে ।

সামহোয়্যার ইন... দায়িত্বশীল স্বাধীনতায় বিশ্বাস করে। উপরে উল্লেখিত নীতিমালা কেবল বিশেষ ক্ষেত্রেই ব্যবহার করা হবে। আমরা কারো বাক বা চিন্তা স্বাধীনতার পথে বাঁধা হয়ে দাঁড়াতে চাই না। চিন্তার সংঘাত কিংবা সমালোচনা একটি ব্লগিং কমিউনিটিতে থাকতে পারে কিন্তু যখন এই সংঘর্ষ, চিন্তা কিংবা আদর্শের গন্ডী পেরিয়ে ব্যক্তি সংঘর্ষে রূপ নেয় তখন আর তা সুস্থ্ পরিবেশের পরিচায়ক হয় না। এই ব্লগ সাইটের পরিবেশ ব্লগাররাই ঠিক করে নেবে; আমরা কতিপয় কুরূচিপূর্ণ ব্লগারকে একটি সুস্থ সাবলীল ব্লগ কমিউনিটিকে প্রভাবিত করতে দিতে পারি না।

এই নীতিগুলো পড়ার পর আমার মনে প্রশ্ন জাগলো এই পোষ্টগুলো ব্যান হচ্ছেনা কেন? হাসন রাজার মত নারী সমেত নৌবিহারে গিয়ে শহীদ হয়ে গেছে। অনৈতিকতা দেখে গ্রামবাসীর ধাওয়া:এখন দোষ ড. মুহাম্মদ জাফর ইকবাল স্যারের। লাশের সামনে ধূমপান! প্রশ্নবিদ্ধ বাংলাদেশের জনপ্রিয়তম শিক্ষক ড. জাফর ইকবাল শাবি’র ২ ছাত্র খুন: ড. জাফর ইকবালের ভূমিকায় ক্ষোভ ১ম পোষ্টটা তো শিরোনামের জন্যই ব্যান হওয়া উচিত। আর পরের ২টায় হত্যার ঘটনাকে ধাবিত করার চেষ্টা করা হচ্ছে জাফর ইকবালের দিকে। প্রতিদিন কতই তো ক্যাচাল পোষ্ট আসে।

এড়িয়ে যাই। কিন্তু কথায় বলেনা, “নিজের গায়ে লাগলে বোঝা যায়”। আজকে নিজের দুইটা ছোটভাইয়ের গায়ে লাগায় আমার জ্বলছে। আমি সব ব্লগারদের কাছে আমাদের সাধারণ ছাত্রদের অবস্থানটা পরিস্কার করে তুলে ধরছি। আমরা শুধুমাত্র হত্যার বিচার চাই।

আমরা চাইনা দুজন মেধাবী ছাত্রের মৃত্যু নিয়ে ব্যবসা হোক, এটা ব্যক্তিস্বার্থে ব্যবহার করা হোক। এবং মডারেটরদের কাছে রিকোয়েস্ট থাকলো ব্লগের পরিবেশটা একটু ভালো রাখেন। আপনাদেরকে আমার অন্ধ মনে হয়না, যে কিছুই দেখেন না। নিশ্চয়ই খেয়াল করেছেন যে অনেক গুণী ব্লগার অলরেডী সামু ছেড়ে দিয়েছেন। আপনারা যেই হিটের ব্যবসা করছেন সেই ব্যবসা কিন্তু এদের হাত ধরেই এসেছে।

আপনারা এখন যেভাবে ব্লগ মডারেট করছেন তাতে অদূর ভবিষ্যতে সামু হবে নাস্তিক-আস্তিক, ছাগু-ভাদা-সুশীলের গালাগালির ব্লগ। তখন এই সাইটে ভদ্র রুচির কেউ আসবেনা। কারণ আমরা ব্লগে আসি ভালো কিছু গল্প, কবিতা, রম্য, প্রতিবেদন ইত্যাদি পড়তে। মারামারি ক্যাচাল গালাগালি দেখতে আসি না। সব ব্লগারদের মতামত জানতে চাচ্ছি।

এবং এই পোষ্টের পরেই মনে হয় আমার নিক ব্যান হয়ে যাবে অথবা ওয়াচে/জেনারেলে চলে যাবে। সুতরাং বিদায়। ভাল থাকবেন এবং আমার মৃত ভাই দুটার জন্য দোয়া করবেন। আমি অনেক দু:খিত যে আজকে আমার জন্মদিনে এমন পোষ্ট লিখতে হল। সেফ থাকলে দেখা হবে আবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।