আমাদের কথা খুঁজে নিন

   

আবোল-তাবোল

☯ আমার জীবনে আমি কি পেয়েছি। কি পাইনি। তার হিসেব মেলাতে ইচ্ছে করেনা। কি হবে হিসেব মিলিয়ে। মেলাতে গেলে শুধু গড়মিল চোখে পড়বে।

☯ অনেকের ভালোবাসা নিয়ে সামনে অগ্রসর হচ্ছি। মাঝেমাঝে কিছু বাধার পাহাড় ঢেলতে গিয়ে হাঁফিয়ে উঠছি। যাদের ভালোবাসা নিয়ে সামনে অগ্রসর হওয়া। তাদের সবার জন্য অগাধ ভালোবাসা। মাঝেমাঝে দেখেছি।

কেউ আমার জন্য অনেক ভালো চাচ্ছে। কিন্তু সেই চাওয়ার মধ্যে স্বার্থপরতা কাজ করছে। অনেকে আবার উল্টা। কোন প্রকার পাওয়ার হিসেব না কষেই আমার জন্য প্রার্থনা করছে। ☯ জগতে সব মিলিয়ে হিসেব করতে গেলে মাঝে মাঝে শুন্যতা জেকে বসে।

শুধু শূন্যতা আর শূন্যতা। মনে হয় এ আমি কোথায়। আমার তো এখানে থাকার কথা না। এখানে আমি কেন? মাঝে মাঝে চলতি পথে হুট করে চিন্তার ধারাটা পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তন টা হয়।

যখন এক মনে কোন একটা বিষয় নিয়ে ভাবি। ☯ আমার প্রকৃতির মাঝে বসত গড়তে চাই। ঘটেছে উল্টা। আছি রোবোটিক নগরীতে। কারো সাথে দুদন্ড কথা বলার জো নেই।

সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। কিন্তু নিভৃতে থাকারো উপায় নেই। সব জায়গায় শব্দদূষণ। ☯ আমাকে কেউ কখনো ভালোবেসেছিল কিনা বলবো না। তবে কয়েকটা মেয়ের মুখ খুব করে চোখে ভাসে।

ভালোবাসার জগত নিয়ে ভাবতে গেলেই ঐ মুখ কয়টা চোখের সামনে হুট করে চলে আসে। তাদের কথা অব্যক্ত থাক। তবে খুব বেশী না। হাতে গুনলে হাফ ডজনের বেশী হবে না। বিভিন্ন বয়সে বিভিন্ন জনকে নিয়ে ভাবনা।

লিষ্ট কি খুব বেশী বড় হয়ে গেল নাকি। তা যাকগে। হিসেব কষে কি প্রেমিকা হয় নাকি। তবে একান্ত ভালোবাসার কথা বললে দু’জন। তাদের ভালোবাসায় আমি ধন্য।

ধন্য আমার ভালোবাসার পৃথিবী। ☯ কাউকে মনোকষ্ট দেয়া আমার নীতিবিরুদ্ধ। তারপরও অনেকেই মনে করে থাকে তাকে আমি অবহেলা করছি। বা আমার অহংকার বেড়ে গেছে। যার ফলে অনেক সময় অনেক কথা শুনতে হয়।

আসলে সেরকম কিছু না। আমি নীরবে নিভৃতে থাকতে পছন্দ করি। বেশী কথা বলি না। প্রয়োজনের বেশী কথা বলাটাই আমার কাছে অনর্থক মনে হয়। ঘরকুনো টাইপ লোক বলা চলে।

মাঝে মাঝে বেড়িয়ে পড়ি প্রকৃতির মাঝে। ☯ অনেকে পিতা মাতার স্নেহ ভালোবাসা পেয়ে আদর আপ্যায়নে সুন্দর দিনাতিপাত করে। গ্রামের ছেলে পিতা মাতার ভালোবাসাটা পেয়েছি। তবে ওভাবে নয়। এভাবে।

যেমন হাটতে শেখার পড় মনের অজান্তে হোচট খেয়েছি। তখন মা এসে কোলে তুলে নিতেন। মায়ের শত ব্যস্ততার মাঝে কোলে তুলে নেয়াটাইতো পৃথিবী হাতের মুঠোয় পাওয়া। আমার মা আমার একমাত্র পৃথিবী। কারণ পিতা মারা যান অনেক আগে।

আমাকে পৃথিবীতে আনার দায়িত্ব শেষ হওয়ার পরপরই তিনি ধরাধাম ত্যাগ করেন। এজন্য কাকে দোষারোপ করবো। আমার স্রোষ্টাকে না আমার পিতাকে। যাক কাউকে আমার দোষারোপ করতে চাই না। আমার মা আমার পিতা মাতার দায়িত্ব একাই হাসিমুখে পালন করেছেন এবং এখনো করছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।