আমাদের কথা খুঁজে নিন

   

আবোলতাবোল

জেগে আছি ঘুমের রাতে ঘুম আসে না দু চোখে। আগে সব সমস্যাই কিভাবে যেন পাশ কাটিয়ে জাচ্ছিলাম আর এখন মনে হয় সেই সমস্যা গুলতেই জরিয়ে জাচ্ছি। নির্দোশ চাচা আমার জেলে পচে মরছে আর প্রকাশ্যে খুন করেও মানুষ বুক ফুলিয়ে ঘুরছে। আমার টাকা র জোর নেই। মামা র খুটি র জোর ও নরবরে।

উকিলের আশার বানি শুনতে শুনতে পকেট ফাকা। বাবা মারা জেতে না জেতেই দোকানে এশে ৫০০ টাকা জরিমানা করল আমাদের দেশের দায়িত্ব শিল কর্তা ব্যাক্তিরা । সামান্য সমবেদনা টুকু তারা জানায় নি। অথচ সেই ব্যাক্তিরা ই আবার ২৫০ বোতল ফেন্সিডিল ছেরে দেয় চোখের সামনে । হায়রে দেশ।

ভাবতে ভাবতে মনে হয় আসলেই কি আমরা আম জনতা আজও স্বাধীন হয়েছি? আগে দেশ নিয়ে ভাবতে ভাল লাগত, আর এখন মনেহলে বা কেউ বললে কেন জানি বিরক্ত লাগে। দেশের এই আমাদের মত সাধারন মানুষ রা কি কোন দিনও নুন্যতম অধিকার টুকু নিয়ে বাচতে পারব না? কাকে জানাব আমাদের কথা? এ অনিয়মের কথা? কে শুনবে আমাদের বাচার আকুতি? কেউ নেই। সবাই সবার আখের গোছাতে ব্যাস্ত। আর কতদিন আমরা এভাবে ঘুমিয়ে থাকব? আমাদের জাগার কি সময় হয় নি? ওই দেখ ঘুমন্ত মানুষ দিগন্তে হাত ছানি দিচ্ছে আগামি সুন্দর সকাল। ওই সকাল শুধু হাত ছানিই দেবে যদি না জাগো তোমরা।

তোমাদের দুট পায়ে পরি দয়া করে জাগো, আর ঘুমিও না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।