আমাদের কথা খুঁজে নিন

   

মাহের জেইন: যার গান আরব জাগরণের প্রতীক।

আমি যদি আরব হতাম মদিনারই পথ এই পথে মোর হেটেঁ যেথেন নূরনবী হজরত মাহের জেইনের গান ইউটিউবে জাস্টিন বিবারের সাথে পাল্লা দিচ্ছে। অনেকেই হয়তো জানেন যে জাস্টিন এখন অনলাইনে সবচেয়ে জনপ্রিয় সংগিত শিল্পী। এ থেকে মাহের জেইনের জনপ্রিয়তা পুরোপুরি আন্দাজ করা সম্ভব না। কারন মাহের জেইন এখন একটি ক্ষেত্রে সবাই কে ছাড়িয়ে গেছেন। তা হচ্ছে জন-মানুষের উপর তার গানের প্রভাব।

বর্তমান দুনিয়ার সবচেয়ে আলোচিত আরব বিপ্লবে তার গানের বিশাল প্রভাব ছিলো বলে পশ্চিমা বিশ্ব আলোচনা করছে । চলেন এখন মাহের জেইন সম্পর্কে খোজ খবর নেই। মাহের জেইন শুরুতে আধুনিক হিপহপ গান করতেন। কাজ করতেনবর্তমান বিশ্বের অন্যতম আলোচিত সুরকার রেড ওয়ানের সাথে। জেনিফার লোপেয, নাইয়ার বা এনরিক ইগলেসিয়াসের মতো এখনকার টপ-চার্টের অনেক শিল্পীদের গান প্রযোজনা করেছেন সংগিত রচয়িতা এবং সুরকার রেড ওয়ান।

দু-দুবার পেয়েছেন গ্র্যামি এওয়ার্ড। রেড ওয়ানের সাথে ২০০৭ এ সংগিত নিয়ে আমেরিকায় কাজ করার সময় হঠৎ একটা ভাবনা বদলে দেয় লেবানিজ বংশদ্ভোত সুইডিশ মাহের জেইনের জীবন। ভাবনাটি ছিলো হুবহু এমন: ''"I felt that the music business was very empty. In the west, all the songs are about love and getting hurt, but there's more to life than that." সংগিত ছেড়ে ইসলামে মনোযোগি হয়ে গেলেন জেইন। সুইডেনে ফিরে কিছু নিউ-মুসলিম বন্ধু তৈরি করলেন। তারপর মসজিদেই খুজে পেলেন আসল স্বান্তনা।

কিন্তু সংগিত যে মাহের জেইনের রক্তে। সংগিত তার নেশা এবং ভালোবাসা। তাই আবারো সংগিতে ফিরলেন। তবে এবার আর সেই আগের হিপহপ গান নয়। নতুন কিছু।

তা হলো ইসলামি গান কিন্তু সম্পূর্ণ পশ্চিমা ধাঁচে এবং আধুনিক সব বাদ্য-বাজনা সহ। অনেক মুসলিম পন্ডিৎ প্রথমে বিরোধীতা করলেও পরে উৎসাহ দিলেন। বললেন যে বাদ্য যন্ত্র ইসলামে নিষিদ্ধ নয় বরং এ নিয়ে মত বিরোধ আছে। যাইহোক, প্রথমেই তার এলবাম thank you allah বের হয় ২০০৯ সালে। এটি সাড়া ফেলে দিয়েছিলো সমগ্র মুসলিম বিশ্বে।

আরব তরুন যারা নাকি ইসলাম এবং পশ্চিমা সভ্যতাকে আলাদা করত চায়না তারা লুফে নিয়ে ছিলো তার এই নতুন ধাঁচের ইসলামি গান। এমনকি পশ্চিমা বিশ্বের অনেক অমুসলিমদের ও এইসব গান পছন্দের তালিকায় যুক্ত হলো। কেননা তার গানে নিপীড়িত ফিলিস্তিনিদের কথা যেমন আছে তেমনি আছে ইসলামের আধ্যাতিক আবেদন। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশে তার গান হট কেকের মতো বিক্রি হয়েছে। আসুন একে একে দেখে নেই তার গান গুলো।

প্রথম এলবামের টাইটেল গান থ্যংকু আল্লাহ। গানটি পরে বিখ্যাত আরো অনেক শিল্পীও গেয়েছেন। তারপর দেখেন in-sha-allah এবং the chosen one বর্তমান আরব বিশ্বের গণ জাগরণের উপর তার নতুন গান দি ফ্রিডম দেখেন। গানটি দেখে আমি উপলব্ধি করলাম কেন ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় দৈনিক গার্ডিয়ান তাকে নিয়ে ফিচারে লিখেছে ''His rise to prominence is emblematic of the Arab revolutions, in which young Muslims who don't want to choose between Islam and modernity have played a leading role'' ইসলাম যে আধুনিক সভ্যতার সাথে সাংঘর্ষিক নয় তা মাহের জেইনের গান আমাদের চোখে আংগুল দিয়ে আবারো দেখিয়ে দিয়ে গেলো। কিন্তু আমরা যারা চক্ষুষ্মান অন্ধ তাদের জন্য কোন ইশারাই যথেষ্ট নয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।