আমাদের কথা খুঁজে নিন

   

মাহের জেইন

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন] সাম্প্রতিক সময়ে মুসলিম বিশ্বে সবচাইতে বেশি আলোড়ন সৃষ্টি করছে সুইডিশ R&B গায়ক ও গীতিকার মাহের জেইন (জন্ম-১৬ই মার্চ ১৯৮১) এর গান। লেবানন বংশোদ্ভুত এই শিল্পীর বাবা মোস্তফা মাহের ত্রিপলীর একজন সংগীতশিল্পী। মাহেরের বয়স যখন আট তখন তার পরিবার লেবানন থেকে সুইডেনে চলে আসে।

মাত্র দশ বছর বয়সে মাহের তার প্রথম কী-বোর্ডটি পান। সংগীতে অনুপ্রেরণা মাহের তার বাবার কাছ থেকেই লাভ করেন। মাহের একজন অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও গান গেয়েই সবাইকে মাতাচ্ছেন। মাহের জেইনের মিউজিক ভিডিও The Chosen One ২০০৯ এর জানুয়ারীতে মাহের Awakening Records এর সাথে চুক্তিবদ্ধ হোন এবং তার প্রথম অ্যালবামের কাজ শুরু করেন। ২০০৯ সালের ১ লা নভেম্বরে তার প্রথম অ্যালবাম Thank You Allah প্রকাশিত হয় যা ২০১০ এর মার্চে Amazon এ বিক্রীর দিক দিয়ে ছিল প্রথম।

ক্যারিয়ারের প্রথমদিকে মাহের কাজ করেছেন নিউইয়র্কের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংগীত প্রযোজক RedOne এর সাথে। কিন্তু তার ভেতর জেগে ওঠা মুসলিম পরিচয় তাকে নিয়ে আসে ইসলামী সংগীতের ভুবনে। মাহের জেইনের মিউজিক ভিডিও Insha Allah মাহের জেইনের মিউজিক ভিডিও Palestine Will Be Free ২০১০ সালের জানুয়ারীতে মিশরের সবচাইতে বড় মিউজিক রেডিও স্টেশন Nujoom FM আয়োজিত সংগীত প্রতিযোগিতায় মাহেরের গান ইয়া নবী সালাম আলাইকা ২০০৯ সালের শ্রেষ্ঠ সংগীতের খেতাব জিতে নেয়। সেখানে তিনি পেছনে ফেলেন হুসেইন আল জিসমী, সামী ইউসুফদের মত তারকাদের। মাহের জেইনের গান Ya Nabi Salam Alayka ইতিমধ্যেই সুইডেন, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, মিশর, আলজেরিয়া, বাহরাইন সহ আরো অসংখ্য দেশে তার কনসার্ট অনুষ্ঠিত হয়।

মাহেরের জনপ্রিয়তা দিন দিন যেন বেড়েই চলছে। বর্তমানে ফেইসবুকে তার ভক্ত সংখ্যা ২ মিলিয়নের বেশী। ইসলামী সংগীতকে এক অনন্য উচ্চতায় তুলে নেওয়ার জন্যই যেন সংগীত ভুবনে মাহেরের আগমণ। তথ্যসূ্ত্রঃ en.wikipedia.org/wiki/Maher_Zain www.facebook.com/MaherZain  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।