আমাদের কথা খুঁজে নিন

   

আমাশার নতুন জীবাণু ও তার ভয়াবহ রূপ; সাবধান হউন এখনি...

একজন ভীরু মানুষ... (এটি আমাশার পুরাতন জীবানু ) অহেতুক মঞ্চের নামে মঞ্চনাটক, অনশনের নামে স্যালাইনের বোতল, হরতালের নামে নিজস্বার্থ উদ্ধার আর ক্ষমতায় যাবার ধান্ধা, গদি বাঁচানোর তেষ্টা আর- বিচারের নামে পুতুলখেলা, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। আমাশার মত পেটব্যাথা- এসব আর সহ্য হচ্ছে না। আমি সাধারন মানুষ; সাদা খাই আর সাদা বুঝি। তোমরা গেম খেলছো বুঝতে পারছি, যে যার পশ্চাতদেশ ভরাতে ব্যস্ত তাও দেখছি আর বাঁশে তেল মাখছি। একদিন ঠিকই দেব ভরে।

ডান-বাম সব এক, সবারই আছে বিষ দাঁত। সময় সুযোগ বুঝে- দেখায় ছোবল তুলে। আমি নিষ্ঠার সাথে আমার কর্তব্য পালন করি আপনি আপনার কর্তব্য পালন করুন নিষ্ঠার সাথে, তাইলেই বিপ্লব আসবে। আর আমাশার ব্যাথাটা- থাকবে দূরে দূরে। ইহাকে কেউ কোবতে ভেবে ভুল করবেন না ; ইহা রাজনীতি নামক আমাশা জীবাণুর দ্বারা আক্রান্ত একজন সাধারন মানুষের পেট ব্যাথার ফসল ।

বিঃদ্রঃ নতুন আমাশার জীবানু সবাই চেনেন তাই নতুন করে ছবি দিলাম না । ফটোর জন্য আমি গুগলের কাছে চিরকৃতজ্ঞ থাকলাম।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.