আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র কুরআনের অত্যান্ত গুরত্বপূর্ন ৩০ টি আয়াত

My Name is Md E Mahmud, live in Dhaka, Work at Home ১৷ তোমরাই শ্রেষ্ট জাতী, মানুষের কল্যান সাধন করার জন্যই তোমাদের প্রেরন করা হয়েছে, তোমরা নেক কাজের আদেশ করে থাক এবং অন্যায় কাজ হতে মানুষকে বিরত রাখ এবং আল্লাহর প্রতি ঈমান আন৷ ২৷ তোমরা তোমাদের পরিবার পরিজনকে (ধর্মিয় উপদেশের মাধ্যমে) জাহান্নামের সেই অগ্নী থেকে বাচাও যার ইন্ধন হবে মানুষ পাথর৷ ৩৷ হে মুসলিম জাতী, তোমরা সীসা ঢালা প্রাচিরের ন্যয় ঐক্যবদ্ধ হয়ে যাও এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না৷ ৪৷ তোমরা সমাজে অশান্তি সৃষ্টি করোনা নিশ্চয় এগুলো হত্যার চেয়েও বড় অপরাধ৷ ৫৷ তোমরা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করো না, তোমরাত তাদেরকে বন্ধত্বের বার্তা পাঠাও অথচ তোমাদের প্রতি যে মহাসত্যের কিতাব এসেছে তারা তা অস্বীকার করে৷ ৬৷ তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে আমার নিকট সাহায্য প্রার্থনা করো, নিঃসন্দেহে নামায বড়ই কঠিন কাজ, কিন্তু তাদের জন্য কঠিন নয় যারা মনে করে একদিন তাদেরকে তাদের রবের নিকট ফিরে যেতে হবে৷ ৭৷ হে ইমানদারগন, তোমাদের কাছে (পবিত্র কুরআনের মাধ্যমে) যে জ্ঞান এসেছে তা লাভ করার পর যদি তোমরা অবিশ্বাসীদের কামনা বাসনার অনুসারি হও তাহলে নিঃসন্দেহে তোমরা জালেমদের অনর্্তভুক্ত হবে৷ ৮৷ দুনিয়ার এই জীবন কতিপয় ধোকা ও প্রতারনার সামগ্রী ব্যতিত আর কিছুই নয়, (অতএব) তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে সেই (প্রতিশ্রুত) ক্ষমা ও চিরন্তন জান্নাত পাওয়ার জন্য একে অপরের সঙ্গে (নেক কাজের মাধ্যমে) প্রতিযোগিতা করো৷ ৯৷ হে ইমানদার গন, তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি যেন কখনো তোমাদের আল্লাহর স্বরণ থেকে উদাসিন না করে (কেননা) যারা এই কাজটি করবে তারা (আখেরাতে) চরম ক্ষতিগ্রস্থ হবে৷ ১০৷ হে ইমানদার গন, তোমরা তোমাদের গোনাহের জন্য আল্লাহর নিকট তওবা করো একান্ত খাটি তওবা, আশা করা যায় এর ফলে আল্লাহতায়ালা তোমাদের গোনাহ সমুহ ক্ষমা করবেন৷ ১১৷ হে ইমানদারগন, সুদ (ভিত্তিক লেনদেন) যদি ছেড়ে না দাও তাহলে আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে তোমাদের প্রতি যুদ্ধের ঘোষনা রইল৷ ১২৷ তোমরা কি আমার কুরআন অনুধাবন করার চেষ্টা করবে না নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ ! ১৩৷ রাসুল তোমাদের যাহাই আদেশ করেছেন মেনে চল এবং যে সমস্ত কাজ বারন করেছেন সেগুলো হইতে বিরত থাক আর আল্লাহকে ভয় কর কারন তিনি কঠিন শাস্তিদাতা৷ ১৪৷ মাতা পিতার প্রতি সদ্ধবহার কর, আর মাতা অত্যান্ত কষ্টে তোমাদের গর্ভে ধারন করেন৷ ১৫৷ কোন পুরুষ যেন অন্য কোন পুরুষকে হেয় প্রতিপন্ন না করে কেননা যাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে হতে পারে সে তার চেয়ে ভাল, আর কোন নারীও যেন অন্য কোন নারীকে হেয় প্রতিপন্ন না করে কেননা যাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে হতে পারে সে তার চেয়ে ভাল৷ ১৬৷ তোমাদের উপর যেমন নারীদের অধিকার রয়েছে, নারীদেরও তোমাদের উপর তেমনই অধিকার রয়েছে৷ ১৭৷ জেনে রেখ, ধনীদের সম্পদে দরিদ্রদের অধিকার রয়েছে৷ ১৮৷ (অপসংস্কৃতির মাধ্যমে) যারা মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয় তাদের জন্য যন্ত্রনাদায়ক শাস্তি রয়েছে৷ ১৯৷ (হে মুসলিম সমপ্রদায়, সোহার্দ সমপ্রিতি বজায় রাখতে) তোমরা পরস্পর পরস্পরের প্রতি সালাম বিনিময় কর৷ ২০৷ নামাজ শেষে (হালাল রুজীর সন্ধানে) তোমরা আমার জমিনে ছড়িয়ে পর, (কর্মক্ষেত্রে গিয়ে নিজের উপর নির্ভর না করে) আমাকে খুব বেশি স্বরন কর যেন তোমরা সফলতার দ্ধারপ্রান্তে উপনিত হতে পার৷ ২১৷ যারা ঈমান এনেছে তারা সংগ্রাম করে আল্লাহর পথে, আর কাফেরগন সংগ্রাম করে বাতিল মতাদর্শের পথে৷ ২২৷ জেনে রেখ আল্লাহর যিকির দ্ধারাই মানুষের আত্বাসমুহ প্রশান্তি লাভ করে থাকে৷ ২৩৷ নিশ্চয়ই যারা বেশি পরহেজগার তারাই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদবান৷ ২৪৷ হে মানবজাতী, আপন প্রভুকে ভয় কর আর সেই দিনকে ভয় করো, যেদিন না পিতা তার পুত্রের কাজে আসবে আর না পুত্র তার পিতার কোন কাজে আসবে৷ ২৫৷ তোমাদেরকে যা কিছু দান করেছি, তা হতে আল্লাহর পথে খরচ কর তোমাদের মৃতু্য আসার পূর্বেই৷ ২৬৷ আল্লাহর ওয়াদা নিশ্চিতরূপে সত্য; সুতরাং দুনিয়ার জীবন যে তোমাদেরকে ধোকায় ফেলে না রাখে এবং প্রতারক শয়তানও যেন তোমাদেরকে ধোকায় না ফেলে৷ ২৭৷ তারাই নিজেদের প্রতি যুলুম করেছে, যারা দুনিয়াতে (আল্লাহকে ভুলে) সুখ শান্তির পেছনে পড়ে ছিল আর এরাই হচ্ছে প্রকৃত অপরাধী৷ ২৮৷ তোমরা কি আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার জীবনকে পরকালের উপর প্রধান্য দিচ্ছ ? (তাহলে মনে রেখ) পরকালের তুলনায় দুনিয়ার সুখ শান্তি কিছুই নয়৷ ২৯৷ যে ব্যক্তি (আল্লাহর স্বরনের মাধ্যমে) নিজের আত্বাকে পরিশুদ্ধ রাখল সেই সফলকাম আর যে ব্যক্তি (বাতিল বা মন্দ চিন্তা বিশ্বাস দ্ধারা) নিজের আত্বাকে কলুষিত করল সে ব্যর্থ হল৷ ৩০৷ আল্লাহর দেয়া হেদায়েতের পথ ছেড়ে দিয়ে যে নিজের নফসের অনুসরন করে তার চেয়ে অধিক পথভষ্ট আর কে হতে পারে, এই ধরনের জালেমদেরকে আল্লাহতায়ালা কখনোই সরল পথ দেখান না৷ http://health-advice.tk

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.