আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধপরাধী- বিচারক আপনি হলে কি রায় দিতেন ?

মানুষ আর মানুষের তামশা দেখি,দুটোই আমার প্রিয় ! শ্রদ্ধাভরে সকল মুক্তিযোদ্ধা ও শহীদের স্মরণ করে ...সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি । ----------------------------***----------------------------- বিজয়ের ৪০ বছর পর হলেও ঘৃন্য নরপশুদের বিচার শুরু হয়েছে । আপনি বিচারকের আসনে থাকলে কি রায় দিতেন ? আমার রায় : রাষ্ট্রদ্রহিতা, পাকি বেজন্মাদের সাহায্য, দেশের শ্রেষ্ট সন্তান বুদ্ধিজীবিদের হত্যা, নিরপরাধ অগণিত মানুষকে হত্যা, ধর্ষণ ও লুন্ঠন এর দায় অভিযুক্ত পাকিজারজ যুদ্ধপরাধীদের -- মুক্তিযোদ্ধা ও স্বজনহারানো মানুষের দ্বারা টুকরা টুকরা করে - দেশের প্রতিটি কোণায় কোণায় ঝুলিয়ে রাখা হোক । আর কিছু টুকরা ওদের পাকি আব্বাদের কাছে পাঠিয়ে দেয়া হোক । একই সাথে যারা এই বিচারের বিপক্ষে কথা বলছে, ওদের এই টুকরা করা এই নাপাক মাংস দিয়ে খিচুরী রান্না করে --ওদের সবাইকে খাওয়ানো হোক । ও তিনবেলা নিয়ম করে জুতার বাড়ি দেয়া হোক । -----------------------------***--------------------------------- আপনার রায় কি ?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.