আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব স্বীকৃতি অর্জন করলো সিরাজগঞ্জের জুয়েলস্ অক্সফোর্ড এর তিন শিক্ষার্থী।

আলোকিত জীবনের একজন সহযাত্রী বৃটিশ এডুকেশন বোর্ড এডেক্সেল ইন্টারন্যাশনাল এর অধীনে মে/2011 সেশনে ‘ও লেভেল’ পরীক্ষায় সেরা দশে স্থান করে উত্তর বঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে স্থাপিত ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান জুয়েলস্ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর তিন জন কৃতি শিক্ষার্থী অর্জন করলো বিশ্ব স্বীকৃতি। সম্প্রতি বৃটিশ এডুকেশন বোর্ড এর Director, Regulation, Standards and Research [sb, Ms Isabel Sutcliffe Edexcel International পক্ষ থেকে সিরাজগঞ্জে এসে বিশেষ পদক এবং সার্টিফিকেট তুলে দেন কৃতি শিক্ষার্থীদের হাতে। সেরা দশে স্থান পেয়েছে আবু জোবায়ের তালহা, উর্মি আর সেরা দশ ছাড়াও আশিটি দেশের মধ্যে সর্বোচ্চ নম্বরধারীদের একজন ইসতিয়াক আহমেদ জিম । স্কুল সূত্রে জানা গেছে শুধুমাত্র সিরাজগঞ্জের জুয়েলস্ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের এই তিন জন কৃতি শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করার জন্য এডেক্সেলের নির্দেশে লন্ডল থেকে উড়ে এসেছেন এই বৃটিশ শিক্ষাবোর্ড পরিচালক। তিনি একই সাথে 2009 সেশনে অলষ্টার অর্জনকারী গোলাম রাব্বী, রফিকুল ইসলাম মুন, হাসান মাহমুদ প্রিন্স এবং তন্ময় সরকারকে সার্টিফিকেট প্রদান করেন।

বিজয় দিবসের উষা লগ্নে অভিনন্দন জিম সর্বোচ্চ নম্বর অর্জনের জন্য। অভিনন্দন উর্মি এবং তালহা সেরা দশের মধ্যে তোমরাও দুজন। অল ষ্টারদের জন্য রইল ধন্যবাদসহ অফুরন্ত শুভকামনা। । অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব মোঃ রেজাউল করিম জুয়েল, সিরাজগঞ্জ এর মতো সুবিধা বঞ্চিত এলাকায় এমন একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দুঃসাহসিকতার জন্য।

Ms Isabel Sutcliffe প্রিন্সিপাল মোঃ রেজাউল করিমকে মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশে এডেক্সেল হতে সব ধরনের সহযোগীতা প্রদানের অঙ্গীকার করেন। আমরা আন্তর্জাতিক ভাষার চর্চা করি প্রিয় মাতৃভূমিকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করতে এই থিম নিয়ে 2002 সালে প্রতিষ্ঠিত হয়ে নতুন প্রজন্ম গড়তে আজকের জুয়েলস্ অক্সফোর্ড এগিয়ে যায়, এগিয়ে দেয়। উত্তর বঙ্গের প্রথম স্বীকৃতিপ্রাপ্ত স্কুল এন্ড কলেজটি বৃটিশ বোর্ডের ন্যাশনাল এক্সামিনেশন সেন্টার নং-90497। জুয়েলস্ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বিশ্ব বিজয় অভিযান অব্যাহত থাকুক আজ, আগামীকাল এবং তার পরেও।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.