আমাদের কথা খুঁজে নিন

   

বাতায়ন

এইখানে, এই কেদারায় বসে কাটে মোর সারাদিন— এই ফুল, এই পাখি, এ আকাশ লাল-নীল। এই সব দেখি আমি, সমুখে ধরি এক ফালি বাতায়ন; তারি মাঝে খেলে যায় হাওয়া, আলো, মেঘ, অয়ন। এইখানে বসে সারাদিন দেখি আমি চিল, আর শুনি—প্রান্তিক শহরে ডাকে এক শ্রাবোত্তর অন্ধ কোকিল। বে-উদ্দেশ ওড়া শেষে বায়সেরা বসে থাকে নারিকেল-পাতায়, যখন সূর্যের দিন কাটে দূরবর্তী বালকের শুভ্র কপোত-ডানায়; হয়ত তখন রাস্তার বাদক সুর তলে বেহালায়— এই সবও দেখি আমি সারাদিন। আর দেখি আকাশ-ক্যানভাসে আঁকা অগণিত ঘর, আর শুনি দোয়েলের ডাক—মৃদু, দ্রুত, গম্ভীর, প্রখর। এই ভাবে একে একে কাটে কত দিন— গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, বসন্ত সুনীল। বেড়ে ওঠে কত শাখা, কত মূল, চাঁদে ঘটে ষোল-কলা, ঝরে কত ফুল। তবু এ বাতায়ন-পাশে এই কেদারায় বসে থাকি দিনে-রাতে, বেলা-অবেলায়। ২২-০৭-০৪ (ইতিপূর্বে লিটিল-ম্যাগে প্রকাশিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।