আমাদের কথা খুঁজে নিন

   

ওদের কাছে বিজয়ের স্বাধ তেতো

মহান বিজয় দিবস। উৎসবে আনন্দে মাতবো সবাই। তাইরে নাইরে ঘোরা ফেরা আর দ্বিগবিদিক ছুটে চলার মাঝে খুঁজে নেবো বিজয়ের স্বাধ। বিজয়ে স্বাধীনতা খুঁজে নেবো একটু গান একটু ফেস্টুন আর কতগুলো বেলুন উড়িয়ে। সন্ধ্যা হলে বাড়ী ফিরবো।

ব্যাস, আমরা দেশ প্রেমিক, শহীদের ঋণ শোধ, আরকি ? সন্ধ্যায় ঘরে ফিরলাম ঠিকই কিন্তু অনেক মানুষ এখনও ঘরে ফেরেনি। তারা ফিরবে না। তাদের ফেরার মত, থাকার মত জায়গা নেই। ওদের কি হবে ? বিজয় কি শহীদেরা শুধু আমাদের জন্যই এনেছে নাকি সবার জন্য। তাহলে এই কনকনে শীতে ওরা রাস্তায় পড়ে থেকে কাতরাবে কেন ? বিজয়ের দিনটি কেন ওরা বুঝতে চায় না ? ওদের মনে কেন বিজয়োল্লাস আসে না ? রাস্তার পাড়ে শুয়ে থাকা মানুষটি আজ কেন বিজয় দিবস জেনেও কাঁথা টেনে ঘাপটি মেরে শুয়ে আছে ? শহীদেরা নিশ্চয়ই এই বৈষম্য সৃষ্টির জন্য দেশ স্বাধীন করেনি।

যে বিজয়ের আনন্দে আমি আত্বহারা সেই বিজয়ের স্বাধ ওদের কাছে তেতো। আমাদের উচিত এই বিজয়ের দিনে শহীদের কথা স্মরণ করে এই দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানো। এতে করে যারা বুকের রক্ত বিলিয়ে দিয়ে আমাদের জন্য বিজয় এ দিয়েছেন তাদের আত্বা শান্তি পাবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.