আমাদের কথা খুঁজে নিন

   

ওদের জীবনে কি ঈদ নেই



পেশাগত কারনে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে হয়। আর সেসুবাদে পরিচয় সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে। পরে চলার পথে বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে দেখা হয় তাদের সাথে। আমি আগামী পরশু অফিসের কাজে নোয়াখালী যাচ্ছি, আর এ সংবাদ জানতে পেরে নোয়াখালীর এক ড্রাইভার এসেছিল আমার সাথে দেখা করতে। নাম তার মিজান, ধানমন্ডির এক ব্যবসায়ীর ব্যক্তিগত ড্রাইভার সে।

আমার কাছে আসার উদ্দেশ্য সে ঈদে বাড়ি যেতে পারছে না, তাই আমার হাত দিয়ে তার তিন সন্তান, বৃদ্ধা মা আর স্ত্রীর জন্য সামান্য কিছু ঈদের কাপড় চোপড় এবং টাকা পৌছে দিতে পারব কি না জানতে, কারন তার বাড়ির কাছেই আমাদের প্রকল্পের একটি পল্লীতথ্যকেন্দ্র রয়েছে। তার মুখে শুনলাম তার কাহিনী। ব্যবসায়ীর ব্যক্তিগত কারটি ড্রাইভিং করাই তার কাজ। সকালে সাহেবকে অফিসে নিয়ে যাওয়া, তার ও আগে সাহেবের ছোট ছেলেটিকে স্কুলে পৌছে দেয়া। সাহেবকে অফিসে পৌছে দিয়ে ম্যাডামের ফরমায়েশ অনুযায়ি তাকে বিভিন্ন মার্কেটে নিয়ে যাওয়া আর তার কেনা জিনিসপত্র বহন করা।

দুপুরে সাহেব লাঞ্চে আসেন, তাকে আনতে যাওয়া আবার পৌছে দেয়া এবং সাহেবের লাঞ্চের ফাকে স্কুল পড়ুয়া ছোট সাহেবকে নিয়ে আসা। ঈদের দিনে সবাই চায় আত্নীয় পরিবার পরিজনের সাথে ঈদ করতে আর সেজন্য সবাই এসময় টা ছুটি চায়। কিন্তু মিজানের ছুটি নেই। সে ছুটি নিলে সাহেব যে অচল হয়ে পড়বেন। আর অচল হয়ে পড়লে ঈদের দিনে তিনি সামাজিকতা রক্ষা করবেন কিভাবে! তাই ছুটি পাওয়া হয় না মিজানের।

গত তিন বছর এখানে চাকুরী করছে মিজান, সাহেবের খুবই বিশ্বস্ত সে, কিন্তু গত তিন বছরে কোন ঈদে ঘরে ফেরা হয়নি তার। কোন কোন বছর ঈদের পরে একদিনের জন্য যেতে পেরেছে সে গ্রামে। বছরে একবার ও বাড়ি যাওয়া হয় না তার। এবার ও যাওয়া হবে না তার, কবে যেতে পারবে তা ও জানে না। তাই, শরনাপন্ন হয়েছে আমার, আমি যেন তার বাড়িতে জিনিসগুলি একটু কষ্ট করে পৌছে দেই।

তার কথা শুনছিলাম আর ভাবছিলাম কবে আমাদের দেশের সমাজপতিরা এসব শ্রমজীবিদের অধিকার সম্পর্কে সচেতন হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.