আমাদের কথা খুঁজে নিন

   

অণুকবিতা : চন্দ্রগ্রহণ একলা দেখতে হয়

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯) ১। চন্দ্রগ্রহণ একলা দেখতে হয় একলা মনে পুড়ে যাবার বেদনা জ্বলে-পুড়ে একলা হবার সাধনা খুব গোপনে একলা করতে হয়। ২। আমি উত্তাল ছিলাম - উদ্ভট ছিলাম মোহগ্রস্থ - অবিন্যস্ত ছিলাম আমায় কেটে ফালা ফালা করেছিলো আজব এক ছুরি! তারপর আমি শ্রান্ত হলাম - শ্রী হলাম বোধহীন নিস্তব্ধ হলাম তবুও আমায় কেটেকুটে অগোছালো করে দিলো সেই পুরোনো ছুরি! ৩। কফি হাউজে এখন আর কফি নেই বিদেশী মদের স্বাদ পাওয়া যায়, ভীনদেশী বর্জ্য খেয়ে খেয়ে পাগলাগারদে যায় না আর রমা রায়।

৪। তোমার আকাশ কেটে দাও তরমুজ ফালি মোড়ে বসে করে ফেলো বিকিকিনি, তারপর চলে এসো আমার দরোজায় সযতনে রেখেছি আমার আকাশখানি। ৫। চাইলেই ভুলে যাওয়া যায় চাইলেই মুছে ফেলা যায় অক্ষর, তবু শঙ্খনিবাস মুছবে কী করে বলো বুকের চামড়ায় রেখে যাওয়া স্বাক্ষর! ৬। বাহির হতে দেখলে কেবল চোখে মুখে আমার - দাউ দাউ আগুন, খোঁজ নিলে না কোন গভীরে মৃদু হাওয়ার ঝিরিঝিরি ফাগুন।

৭। তোমার জন্য লিখে যাচ্ছি পৃষ্ঠার পর পৃষ্ঠা, খুশি হয়ো না; সবই মেকি শুণ্য পুরাণ হয়ে যাবে শেষটা। ৮। কার হাসি ছড়িয়ে গেলো এই রাতে! মুঠো মুঠো হিমেল হাওয়া এই হাতে! ৯। বাতাস ভেঙে আনি আমি অচিন পাখির সুর, সুরকে ভেঙে সুরার পাত্র মাতাল নেশায় চুর।

সুরের সাথে সুর মেশে আমার সাথে আমি, বাঁচতে হলে করতেই হয় কিছু নিরর্থ পাগলামি। এই পোস্টের জন্য ব্লগার মাহি ফ্লোরাকে বিশেষ কৃতজ্ঞতা। মাহি মনে করিয়ে দিয়েছিলো আমাকে, অনেকদিন অনুকবিতা লিখি না। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।