আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামহীনের সমাপ্তি...

যে ব্যথা দেয়,তারও তো ব্যথা থাকতে পারে-মাটির ময়না শিরোনামহীন পৃথী সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল আর কখনো নীল এর সাথে যোগাযোগ করেবে না। প্রচন্ড অভিমান হয়েছিল নীলের প্রতি। কেন সে অকারণ অন্যের জন্য কষ্ট পাবে?কিন্তু অনেক ভেবে দেখলো সে ভুলতে পারবে না নীলকে। পৃথীর একজন খুব ভালো বন্ধুও পরামর্শ দিল অপেক্ষা করতে। সামনেই ছিল পৃথীর জন্মদিন।

ও ভাবলো ঐ দিনটাতে নিশ্চয় নীল আর কথা না বলে থাকতে পারবে না। কারণ তাদের সম্পর্কটা শুরু হয়ে ছিল পৃথীর বার্থডে উইশ দিয়ে। সুতরাং নীল ওকে জন্মদিনের দিন ফোন না দিয়ে পারবেই না। তারপর আস্তে আস্তে নিশ্চয় আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে..........নতুন করে আশায় বুক বাধল পৃথী। এমনিতে এর আগে নীল এর সাথে ওর সাধারণত রাতে কথা হত।

তাই জন্মদিনের রাতে সারারাত অপেক্ষা করে রইল পৃথী। এমনকি ওর অন্যান্য বন্ধুরা ফোন দিলেও রিসিভ করল না। কিন্তু না,নীল ফোন করলনা ঐ রাতে,উইশও করল না। নীল ফোন করল পরদিন,উইশ করল ওকে। কিন্তু পৃথী ওকে কিছুই বলল না একারণে।

নীল আর পৃথী সবসময় একই জায়গায় দেখা করত। তো পৃথী ঐদিন বিকালে ঐ জায়গায় পৌছে ফোন দিল নীলকে। বলল আসার জন্য। এর আগে যতবারই ওরা দেখা করেছে ততবারই সবসময় পৃথীর আসতে দেরী হত। নীল অপেক্ষা করে বসে থাকত পৃথীর জন্য।

আজ পৃথী বসে রইল নীলের অপেক্ষায়। নীল আসল। নীল পৃথীর আচরণে খুব অবাক হয়। পৃথীকে বলে,''আমি জানতাম তুমি আসবে। ''পৃথী নীলকে বলে,''প্লীজ,তুমি অন্তত আজকের দিনে স্বাভাবিক আচরণ কর।

''নীল ওকে আবারো একই কথাই বোঝানোর চেষ্টা করে আর বলে,''দেখ আমার পক্ষে আর কখনোই আগের মত সিরিয়াস হওয়া সম্ভব না''। একথা শুনে পৃথী জিদ করে বলে,''তুমি যদি আবার আগের মত না হয়ে যাও তবে আমি আজ আর ফিরে যাবো না। ''এবার নীল এর বলার পালা। নীল অনেকক্ষণ থেমে থেকে বলল,''তুমি কখনোই আমাকে বুঝতে চাও নি। এখনো বোঝোনা।

আগে আমি সিরিয়াস ছিলাম এখন তুমি সিরিয়াস.........এই কদিনেই এত ভেঙে পড়েছ?আরে বাবা আমি তো আবার সিরিয়াস হতে পারি। ''তারপর নীল পৃথীকে পৌছে দিয়ে আসে। রুমে ফিরে পৃথী নীলকে এসএমএস করে,''আল্লাহ তো সবই জানেন,তবু কেন তিনি আমাদের নিয়ে খেলছেন?''। উত্তর আসে,''তিনি আমাদের নিয়ে খেলছেন না। আমরা অনেক কিছুই চাই,কিন্তু এও জানি হয়ত কিছুই পাবোনা............''  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.