আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামহীনের ছয়টি গান (লিরিক্স এবং ডাউনলোড লিংক)

আপাতত ঘুরপাক খাচ্ছি!

১। পাখি একা পাখি বসে আছে শহুরে দেয়ালে শিশ দিয়ে গান গায় ধূসর খেয়ালে। (২) আর ফেলে যাওয়া শীষ এই শহরের সব রাস্তায় ধোঁয়াটে বাতাসে নালিশ দেখে যায়। আমি দেখিনি আমি শুনিনি আমি বলিনি অনেক কিছু আমি জানিনি আমি বুঝিনি তবু ছুটেছি তোমার পিছু। (২) একা পাখি বসে আছে শহুরে দেয়ালে শিশ দিয়ে গান গায় ধূসর খেয়ালে।

পাখি আনমনা বসে দেয়ালে পাখি নির্বাক চোখ রাস্তায়। (২) ধোঁয়াটে শহরের উষ্ণতা বাড়েনা তার আনমনা চোখ অবুঝ চোখ মনের দরজায় আঙ্গর রাখেনা কিছু সুর তুমি এনে দাও পাখি নাগরিক কোলাহলে গান গাও তুমি শিশ দাও এই শহুরে দেয়ালে তুমি ভুলে যাও এই শহরের যত ব্যস্ত জনকথা আমি এসেছি তোমার কাছে এনে দাও স্বাধীনতা দেখিনি আমি শুনিনি আমি বলিনি অনেক কিছু জানিনি আমি বুঝিনি তবু ছুটেছি তোমার পিছু। আমি দেখিনি আমি শুনিনি আমি বলিনি অনেক কিছু আমি জানিনি আমি বুঝিনি তবু ছুটেছি তোমার পিছু। *অডিও ডাউনলোড: Click This Link ২। লাল নীল গল্প এখনি সময় পাড়ি দিতে দিগন্ত কতদূর যেতে হবে সীমানা অজানা অচেনা পথে কতদূর যেতে হবে যেতে পারো তোমরাও যেতে পারো বহুদূর জেনে যাও নিশ্চিত পরাজয়।

বহুদূর সীমানায় লাল নীল গল্পে মানবিক সংকট ছাড়বেনা তোমায়। লাল নীল গল্পে তোমাদের দেখা যায় তোমাদের পরাজয় আমাদের গল্প হয়ে যায় গল্পে তোমরাও যেতে পারো সীমানায় সীমানার সংঘাত ছাড়বেনা ছাড়বেনা তোমায়। লাল নীল লাল গল্পে ছন্দে গল্পে যাবে যদি অজানায় যেতে পারো তুমি সঙ্গি রাজপথ যাবে যদি সীমানায় বন্ধু তুমি জানো যেতে হবে কতদূর কতদূর বহুদূর যেতে হবে কতদূর। যেতে পারো তোমরাও যেতে পারো বহুদূর জেনে যাও নিশ্চিত পরাজয়। বহুদূর সীমানায় লাল নীল গল্পে মানবিক সংকট ছাড়বেনা তোমায়।

*অডিও ডাউনলোড: Click This Link ৩। হয়না হয়না এমনতো হয়না নদীর বুকে বৃষ্টি ঝরে পাহাড় তারে সয়না সূর্য লাল বৃক্ষ সবুজ আমি কান্দি ঘরের কোনায় তুমি অবুঝ বৃক্ষ আকাশ সূর্য মিলে ঝরনার কথা কয়না নদীর বুকে বৃষ্টি ঝরে পাহাড় তারে সয়না। মেঘ কালো আধার কালো মৃত্যুর বুঝি মরণ হলো উদাস আকাশ উতাল বাতাস পথের বাঁকে রয়না নদীর বুকে বৃষ্টি ঝরে পাহাড় তারে সয়না। মেঘের নৃত্য তারার মেলা সোদামাটি রাঙ্গা আলোয় বৃষ্টির খেলা তোমার অশ্রু আমার চলা এক তারেতে রয়না সাগর জলে ঝরনার চলন মনের কথা কয়না। নদীর বুকে বৃষ্টি ঝরে পাহাড় তারে সয়না।

*অডিও ডাউনলোড: Click This Link ৪। বন্ধ জানালা আর একবার যেতে চাই রিমঝিমঝিম সুদুবপুর অবাক রোদ ভেজা দগ্ধ দুপুর আর একবার তোমার লাল নীল রং আনন্দে একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর সারাবেলা বন্ধ জানালা। যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায় ছোট ছোট আনন্দের স্পর্শে আঙ্গুল রেখে যায় (২) যদি সহস্র শব্দে উৎসব থেমে যায় সারাবেলা বন্ধ জানালা। যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে কোন একলা রাস্তায় অবাক ভ্রমণে (২) যদি ইচ্ছের নীল রং আকাশ ছুয়ে যায় সারাবেলা বন্ধ জানালা। আর একবার যেতে চাই রিমঝিমঝিম সুদুবপুর অবাক রোদ ভেজা দগ্ধ দুপুর সারাবেলা বন্ধ জানালা।

*অডিও ডাউনলোড: Click This Link ৫। ইচ্ছে ঘুড়ি এই হাওয়ায় উড়াও তুমি তোমার যত ইচ্ছে ঘুড়ি চুপিচুপি মেঘের মেলা তোমার আকাশ করছে চুরি। সূর্য বসাও আকাশের নীল ইচ্ছের রং গোলাপী হলে দিগন্ত রেখায় সূর্য নামে ব্যস্ত সময় যাচ্ছে চলে হঠাৎ খেয়ালী এ ঝোড়ো হাওয়ায় উড়ছে তোমার ইচ্ছে ঘুড়ি উড়াও উড়াও সুতোর টানে আকাশের নীল যাচ্ছে চুরি। শুভ্র সে মেঘের ভীরে তোমার সব ইচ্ছে উড়ে আকাশ খেয়ালী মনে হারায় কিছুই না জেনে তোমার সুতোয় বাধা আকাশ ঝোড়ো হাওয়ায় রং হারালে এবার মিছে আশংকা দিশেহারা ও এই আলোয় হাটছো একা সঙ্গি করো আমায় তুমি বেয়ারা যত মেঘের ছায়া করছে চুরি স্বপ্নগুনি দূরের আকাশ গোলাপী হলে, ইচ্ছে ঘুড়ি যাচ্ছে চলে সুতোর বাধা ছাড়িয়ে আকাশ অন্য ভূবন দেখবে বলে হঠাৎ খেয়ালী এ ঝোড়ো হাওয়ায় ভাঙ্গছে তোমার মেঘলা রেখা উড়াও উড়াও সুতোর টানে আকাশ আলোর হবে যে দেখা। *অডিও ডাউনলোড: Click This Link ৬।

অনেক আশা নিয়ে অনেক সবুজের প্রান্তে তুমি থাকো একাকী আমি ধূসর ধূসর হয়ে জেগে থাকি। অনেক মানুষের ভীরেও তুমি থাকো একাকী আমি অনেক আশা নিয়ে বসে থাকি। অনেক সবুজের প্রান্তে তুমি থাকো একাকী আমি ধূসর ধূসর হয়ে জেগে থাকি, ভেবে যেতে যেতে যদি থমকে এক নিঃশ্বাসে সব পেরিয়ে রোদে ঝলমল এক দুপুরে, যদি ঘুম সব ঘুম ভেঙ্গে যায় আমি অনেক আশা নিয়ে জেগে থাকি, অনেক সবুজের প্রান্তে তুমি থাকো একাকী আমি ধূসর ধূসর হয়ে জেগে থাকি। দরজার বাইরে রঙীন পৃথিবী ধূলো ধূলো মাখা দাঁড়িয়ে আছে, ঝড়ের আশায় তোমার শহরে শিরোনামহীন ফুটপাথ ঘুমিয়ে গেছে, একদিন এই ঝড় তোমার এই শহরে, ভেঙ্গে যায় সব জানালা তবুও আমি বসে আছি। অনেক মানুষের ভীরেও তুমি থাকো একাকী আমি অনেক আশা নিয়ে বসে থাকি, অনেক মানুষের ভীরেও তুমি থাকো একাকী আমি অনেক আশা নিয়ে জেগে থাকি (২) *অডিও ডাউনলোড: Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.