আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাসীরা দুঃখী

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। বারমাস সুখে থাকব বলে, আসি আমি ডুবাই শহরে।

আসিয়া দেখি হেথার সবাই বারমাস ভাসে চোখের জলে। সদা দেখি সবাইকে আমি স্যাঁত স্যাঁত আঁখিপাতে বলছে তারা দুঃখের কথা একজন অপর জনকে। কেউ বলে, প্রিয়তমা তার পলায়ন করছে অন্য পুরুষের হাত ধরি। কেউ বলে, মা, বাবা বিদায় নিয়াছে তার চীরকালের লাগী। কেউ বলে, শিশুছেলে বিদায় নিয়াছে তার চিরকালের লাগী।

আবার,অল্প টাকা পাঠালে পরবাসী। স্ত্রী,শ্বামীকে বলে,সে করবে বেশ্যাবৃত্তি, মা বলে,তুকে জন্ম দিয়ে আমি করেছি বড় বোকামি বাবা বলে,তুকে জন্ম দেয়নি তু আমি- দিয়াছে তুর জন্ম তুর শশুর, আমি তুর বাপ নই-বাপ তুর শশুর। ভাই বলে, আমি তুর ভাই নই,ভাই তুর শালা তুর টাকার হুন্ডা নিয়া ঘুরে সে সারাপাড়া। বোন বলে, ভাই এ কেমন তুর খেলা আপন ছাড়িয়া পরকে নিয়া করিস রঙ,তামাসা মরণের পর পড়বি ভাই তুই বিষম ফেরে। শুন মোর জাতী ভাই,আপন,পর,প্রিতীজন, প্রবাসীর দুঃখের অন্ত নাই না পাড়ে থাকিতে প্রবাসীরা পরবাসে না পাড়ে চলে যায়তে দেশে আছে যেন প্রবাসীরা সবাই জাহান্নামের মাঝে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.