আমাদের কথা খুঁজে নিন

   

জেমিনিড উল্কা বৃস্টি।

গতকাল এবং আজকে রাতে জেমিনিড উল্কা বৃস্টি দেখতে পাবেন।প্রতি ঘন্টায় প্রায় 40টির মত উল্কা দেখতে পাবেন,আকাশে চাদের উপস্হিতির জন্য ছোট আকারের উল্কা গুলো দেখতে পাবেন না,চাদের আলোর কারনে।জেমিনিড উল্কা বৃস্টি হয় পৃথিবীর কক্ষপথে ফেলে যাওয়া গ্রহানু 3200 প্যানথনের (Phaethon) এর ভগ্নাশং থেকে।জেমিনিড উল্কা বিভিন্ন রংয়ের হয়,এর মধ্যে 65% সাদা, 26% হলুদ,এবং 9% নীল রংয়ের।জেমিনিড উল্কা বড় এবং অনেক উজ্জল হয় যাকে ফায়ারবল বলা হয়।এই উল্কা প্রতি ঘন্টায় 21.75 মাইল গতিতে বায়ুমন্ডল ভেদ করে।এই বৃস্টির বিকিরন (Radiant Point ) কেন্দ্র মিথুন (Gemini) মন্ডলের উজ্জল তারা Castor and Pollux এর পাশে। ম্যাপ সৌজ্যন্যে: গুগল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.