আমাদের কথা খুঁজে নিন

   

মার্কিন ভূপাতিত ড্রোন এখন ইরানের সম্পদ, ওবামার প্রস্তাব প্রত্যাখ্যান

Student : B.Sc in EEE ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি বলেছেন, গত ৪ ডিসেম্বর ভূপাতিত হওয়া মার্কিন ড্রোন এখন ইরানের সম্পদ। তিনি জানিয়েছেন, এ ড্রোন এখন নিজস্ব সম্পদ হিসেবেই ইরানে থাকবে এবং ইরানি জাতিই ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। রাজধানী তেহরানে প্রযুক্তি ও গবেষণা সাফল্য বিষয়ক এক প্রদর্শনী পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আর কিউ-১৭০ বিমানের বৈশিষ্ট্য সম্পর্কে জানিয়েছেন, এর ওজন সাড়ে তিন হাজার থেকে তিন হাজার ছয়শ'কিলোগ্রাম এবং এটা মূলতঃ গোয়েন্দা কাজেই ব্যবহৃত হয়। তিনি আরো জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব পাইলটবিহীন উন্নতমানের বিমান তৈরি হয় তার মধ্যে আর কিউ-১৭০ সেন্টিনেল একটি। গতকাল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ড্রোন ফেরত চেয়ে বক্তব্য দেয়ার পর এই প্রথম ইরানের কোনো শীর্ষস্থানীয় কর্মকর্তা এ বিষয়ে সরাসরি কথা বললেন। আহমাদ ওয়াহিদির এ বক্তব্যের মাধ্যমে পরষ্কিার হয়ে গেল যে, ইরান ড্রোনটি ফেরত দেবে না।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.