আমাদের কথা খুঁজে নিন

   

অণুকাব্য / কবীর হুমায়ূন

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। লাল সবুজের পতাকা ঐ যে আমার লাল সবুজের প্রাণের প্রিয় ঝান্ডা, খাবলে খেতে আসছে ধেয়ে পাকিস্তানী পান্ডা। অস্ত্র দে মা অস্ত্র দে মা আমার হাতে যুদ্ধ করি ফের বার, পাকি-ষন্ডা হত্যা করে শান্তি আনি জের বার। রক্তে আমার বারুদ জ্বালা রক্তে আমার বারুদ জ্বালা যুদ্ধে যাবো চলে, একাত্তরে পারি নি মা ছোট্ট ছিলাম বলে। শকুন আমার মায়ের আঁচল তলে বাসা বাঁধে শকুন, ছলে বলে কল-কৌশলে খাচ্ছে তাঁহার খুন। বাংলাদেশ ভালোবাসার রস নিংড়ে দিলাম তোমার হাতে, আমার সন্তান রেখো তুমি দুধে আর ভাতে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।