আমাদের কথা খুঁজে নিন

   

মাদারবোর্ডের সিডি হারিয়ে, উইন্ডোজ ইনস্টল করতে ভয় পাচ্ছেন? না,ভয় নেই।মাদারবোর্ডের সিডি হারিয়ে, উইন্ডোজ ইনস্টল করতে ভয় পাচ্ছেন? না,ভয় নেই।

আমি অতি সাধারন কিন্তু আসাধারন কাজ করতে ভালবাসি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, কেমন আছেন আপনারা আশাকরি ভালো।আজ আমি আপনাদের একটা নতুন বিষয় শেয়ার করব যে, অনেক সময়ে আমাদের পিসিতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় । দেখা যায় যে হার্ডডিস্ক ফরম্যাট করে পুনারায় উইন্ডোজ ইনস্টল করা ছাড়া আর উপায় দেখা যায় না আবার ফরম্যাট করতে ভয় পাচ্ছেন যে ড্রাইভার সিডি হারিয়ে গেছে সেই জন্য বা কষ্ট করে আবার সকল সফটার আবার ইন্সটল করতে বহু সময় লাগবে। এতে চিন্তার কোন কারন নেই, এখন আপনার পিসিতে ইনস্টল হওয়া ড্রাইভার থেকেই একটা বা পুরা ড্রাইভারের ব্যাকআপ সিডি বানাতে পারবেন Portable Driver Magician Lite এটি ১.৭৮ মেগাবাইট একটিসফটওয়্যার এর মাধ্যমে।এটি ডাউনলোড করে, জিপ ফাইলটি আনজিপ করুণ ।তারপর Driver magician Lite চালু ক্রুন।এবার আপনার পিসিতে ইনস্টল দেয়া যত রকম ড্রাইভার আছে সবগুলোর তালিকা দেখা যাবে ।সেখান থেকে Select all বাটনে ক্লিক করে Start Backup বাটনে ক্লিক করে প্রয়োজনীয় সব বা এক এক করে ড়্রাইভার ব্যাকআপ নিতে পারেন । মনে রাখবেন এমন কিছু কিছু ড্রাইভার আসে যা আমাদের প্রজোন হয় না সেগুলো বাদ দেওয়ার জন্য আপনাকে Provider যান সেখান থেক Microsoft ছাড়া বাকি সবগুলো নিতে পারেন।View this link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.