আমাদের কথা খুঁজে নিন

   

ইরানে ড্রোনের নকল নিয়ে শঙ্কিত আমেরিকা

mamun.press@gmail.com ওয়াশিংটন, ১৩ ডিসেম্বর: ইরানে আটককৃত ড্রোনের নকল করতে পারে আমেরিকা। সে আশঙ্কায় শিগগিরই ড্রোন ফেরত চেয়েছে আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানে আটককৃত ড্রোন বিমানটি ফেরত চেয়েছেন। তিনি আমেরিকান সরকারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন বিমানটি ফেরত দেয়ার জন্য। উল্লেখ্য, এ মাসের শুরুতে আমেরিকার মনুষ্যবিহীন ড্রোন বিমান আটক করেছে ইরানের সামরিক বাহিনী।

ওবামা বলেন, “আমি গোয়েন্দা বাহিনীর কোনো কাজ নিয়ে মন্তব্য করতে আগ্রহী নই তবে আমরা ড্রোন ফেরত চেয়েছি। দেখতে চাই ইরান এর প্রতিউত্তরে কি ধরনের ব্যবহার করে। ” এদিকে ইরান দাবি করছে, আমেরিকা ড্রোন পতনের ঘটনাকে কারিগরি দুর্ঘটনা বললেও এটি বানোয়াট। ইরানের ওপর হামলা করার জন্যই এটিকে পাঠানো হয়েছে। সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় সামরিক বিশেষজ্ঞরা ড্রোনটিকে মেরামতের কাজ করছে।

খুব শিগগিরই এইটি সচল হয়ে যাবে। ইরানের পার্লামেন্টের নিরাপত্তা পরিষদের সদস্য পারভিজ সোরৌরি বলেন, “ড্রোন পতিত হওয়ার পর যে সকল তথ্য তারা উদ্ধার করেছে সে সকল তথ্য বিবেচনা করে আমেরিকার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে। ” ইরানের রেভল্যুশনারি গার্ডের কর্মকর্তারা বলেন, তারা ড্রোনটিকে তড়িৎ কৌশল প্রয়োগ করে নিজেদের আওতায় আনেন তাই ড্রোনটির তেমন কোনো ক্ষতি হয়নি। আমেরিকা দাবি করছে ইরান ড্রোনটিকে আটক করতেই কোনো কিছুই ব্যবহার করেনি। যান্ত্রিক ত্রুটির কারণে এটি ইরানের সীমান্তে পড়েছে।

আমেরিকা আশঙ্কা করছে, ড্রোনটির রাসায়নিক কম্পোজিশন, রাডার, উন্নত অপটিক প্রযুক্তি ফাঁস হলে ইরানও ড্রোন তৈরি করার চেষ্টা করতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.