আমাদের কথা খুঁজে নিন

   

ইরানে বন্দুকধারীর হামলায় উপমন্ত্রী নিহত

ইরানের উপপ্রধানমন্ত্রী সাফদার রাহমাতাবাদি এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন। আজ সোমবার রেডিও তেহরান এই খবর দিয়েছে।

গতকাল রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তেহরানের পূর্বাঞ্চলীয় সাবালান স্কয়ারে রাহমাত-আবাদিকে বহনকারী গাড়িতে হামলা চালায় বন্দুকধারীরা। তারা আবাদির মাথা ও বুকে গুলি করে পালিয়ে যায়। অবশ্য একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, বন্দুকধারীরা হয়তো মন্ত্রীর গাড়ির ভেতরেই ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেন, 'প্রাথমিক তদন্তে দেখা গেছে, মন্ত্রীকে গুলি করা হয়েছে গাড়ির ভেতর থেকেই।'

তিনি আরো বলেন, 'যেহেতু দুইটি গুলির খোসা গাড়ির ভেতরেই পড়েছিল তাই আমরা ধারণা করছি খুব সম্ভবত হামলাকারীরা গাড়ির ভেতরেই ছিল এবং মন্ত্রীর সঙ্গে কথা বলছিল।'

অবশ্য মন্ত্রীকে গুলি করার পর বন্দুকধারীরা হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি নিয়ে নিয়ে পালিয়ে গেছে।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের উপপ্রধান আলী আব্দুল্লাহি জানান, সম্ভাব্য হামলাকারী বা হামলাকারীদের সনাক্ত করতে পুলিশের গোয়েন্দা ইউনিটগুলো কাজ শুরু করেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.