আমাদের কথা খুঁজে নিন

   

দেশান্তর

দেশ ছেড়েছি প্রায় দুবছর হল, তবুও এক মুহূর্ত দেশ কে ভুলে থাকতে পারিনা। নিজেকে কখনো প্রবাসী মনে হয়না, মনে হয় ক্ষণিকের জন্য ‘দেশান্তর’ হয়েছি মাত্র ।সামু ব্লগার দের শুভেচ্ছা, আমার কত দিন আর রাত্রি কেটেছে আপনাদের লেখা পড়ে, আপনাদের লেখা আমাকে কখনো প্রবাস জীবনে নিঃসঙ্গতা অনুভব করতে দেয়নি, বলা যায় আপনাদের সান্নিধ্য ছিল আমার জন্য একটা খোলা জানালা, যেখান দিয়ে চাইলেই দেশ টাকে দেখা যায় অনবরত। হঠাৎ মনে হল আমিও কিছু লেখার চেষ্টা করি না কেন, সেই চিন্তা থেকেই আমার এই দুঃসাহসী প্রয়াস। আমার একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করলাম (যদি আদৌ তা কবিতা হয়ে থাকে), বলাই বাহুল্য সামু তে আমার নিকটা এই কবিতা থেকে পাওয়া। সবাইকে ধন্যবাদ। 'দেশান্তর' নক্ষত্র স্থির জানি, স্থির হয়ে থাকে বৃক্ষ, আকাশ, কিষাণের নীড়; সুউচ্চ স্মৃতিস্তম্ভও মৌন বদনে দাঁড়িয়ে থাকে পৃথিবীর বুকে- লেনিন, মাও সে তুং, গান্ধি- গ্রানাইট মূর্তিতে স্থির । শৈলচূড়া স্থির, এভারেস্টও স্থির হয়ে প্রহর গুনে অকম্পিত হৃদয়ে— তবুও সব স্থির নয়; আপাত স্থিরতাই ঘটায় মহাপ্রলয়— নিষ্প্রাণ কংক্রিটের শহীদ মিনার- বাঙ্গালীদের ভাসাল গন জোয়ারে। স্থির নিমতলির পীচঢালা পথ, সেলিনা ব্রীজ—বিশ্বনাথের চর; এই হৃদয় ও ছিল স্তব্ধ পদ্মপুকুরের মতো—তবুও তার দূর্লভ স্থির চাহনী —আমায় করল দেশান্তর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।