আমাদের কথা খুঁজে নিন

   

ডিএসই এর ওয়েবসাইটে এসইসি এর ঘোষনাঃ শেয়ারবাজারে বিনিয়োগ ঝুকিপূর্ণ!!!

আমি নেই তাদের সাথে, যারা নিজকে ভাবে সম্মানী আর পরকে ভাবে বাজে---- এই ঘোষনার মাথামুন্ড কিছুই বুঝতেছি না - গত কয়েকদিন ধরে ডিএসই এর ওয়েবসাইটে সিগারেটের প্যাকেটের মত সংবিধিবর্দ্ধ সতর্কিকরনের মত লেখাঃ শেয়ারবাজারে বিনিয়োগ ঝুকিপূর্ণ!!! সিগারেটের সাথে একটা পার্থক্য অবশ্য আছে দ্বিতিয় লাইনে। ওয়েবসাইটে দ্বিতিয় লাইনে বলা আছে - "জেনে ও বুঝে বিনিয়োগ করুন"। আমার জিগাসাঃ ঝুকিপূর্ন জানার পরও জেনে ও বুঝে কোন বাংলাদেশী কি বিনিয়োগ করতে আসবে বলে কেউ মনে করেন???!!! আসলে ব্যাপারটা কি এমন নয়ঃ শেয়ারবাজারে জেনে ও বুঝে বিনিয়োগ করলে কিন্তু ঝুকি একদম কম।তবে জেনে ও বুঝে খেলেও সিগারেট কিন্তু ক্ষতিকর!!! গতকাল (সোমবার) মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে ‘স্টেট অব দ্যা ক্যাপিটাল মার্কেট অ্যান্ড রিসেন্ট পলিসি ইনিশিয়েটিভ’ শীর্ষক ওই সংলাপ আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। ইব্রাহিম খালেদ বলেন, “বাজারে যারা কারসাজি করে, তারাই আবার নিয়ন্ত্রণ সংস্থার নিয়োগে হস্তক্ষেপ করে। ফলে এদের কাছ থেকে সঠিক কাজ পাওয়া যায় না। তাহলে কীভাবে মানুষ এই বাজারের ওপর আস্থা রাখবে?” আগের প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমার রিপোর্ট প্রকাশের আগে অর্থমন্ত্রী বলেছিলেন, এই রিপোর্ট প্রকাশ করা যাবে না। কারণ এখানে অনেক ক্ষমতাবান ব্যক্তির নামা আছে। এটা তিনি কীভাবে বলেন? মন্ত্রীর চেয়েও কি তারা (কারসাজিতে অভিযুক্ত) ক্ষমতাবান?”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.