আমাদের কথা খুঁজে নিন

   

ডিএসই ও সিএসইতে অবশেষে চাঙ্গাভাব



মেহেদী হাসান টানা দরপতনের পর অবশেষে গতকাল প্রত্যাশিত ঊর্ধ্বমুখি পুঁজিবাজারের দেখা পেল বিনিয়োগকারীরা। পাঁচ কার্যদিবস পর এদিন দেশের দুই পুঁজিবাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে। এদিকে বাজার পরিস্থিতি কিছুটা ভালো হওয়ার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সাধারণ বিনিয়োগকারীরা। গতকাল দিনের শুরুতেই কয়েকদিনের বিপরীত চিত্র দেখা যায় দেশের দুই পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিটেই সাধারণ সূচক সাধারণ সূচক ৫৫০২ দশমিক ২৮ এ পৌঁছায়, যা দিনের শুরুর চেয়ে ২৯৯ পয়েন্ট বেশি।

সারাদিনে একবার সামান্য পতনের পর সূচক ঊর্ধ্বমুখীই ছিলো। দিন শেষে ডিএসইতে সূচক দাঁড়ায় ৫৬০১ দশমিক ৫৯, যা ৩৯৮ পয়েন্ট বা ৭ দশমিক ৬ শতাংশ বেশি। ডিএসই বাজার বিশ্লেষণে দেখাযায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৫৩টি কোম্পানির লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪৬ টির, কমেছে ৬ টির ও অপরিবর্তিত ছিল একটি কোম্পানির শেয়ারের দাম। এদিন ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো লঙ্কা-বাংলা ফিন্যান্স, বেক্সিমকো, বেক্সটেক্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, আইএলএফএসএল, তিতাস গ্যাস, সাউথইস্ট ব্যাংক, গ্রামীণ ফোন ও এনবিএল।

বাজার চাঙা থাকায় গতকাল শতাধিক কোম্পানির দাম সার্কিট বেকারে পৌঁছায়। এতে ওই সব কোম্পানির লেনদেন স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়। ডিএসসিতে দাম বাড়ার শীর্ষ দশ কোম্পানি হলো- পূবালী ব্যাংক, ফাইন ফুডস, প্রিমিয়ার ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল), বেক্সটেক্স, স্কয়ার টেক্সটাইল, নাভানা সিএনজি, মেট্রো স্পিনিং, ওশেন কন্টেইনার্স লিমিটেড ও গোল্ডেন সন। আর দাম কমার দিক থেকে শীর্ষ দশ কোম্পানি হলো- জুট স্পিনার্স, চিটাগং ভেজিটেবল, রহিম টেক্সটাইল, স্টাইল ক্রাফট, ঢাকা ইন্স্যুরেন্স, বিএসসি, ফার্স্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও মুন্নু জুট স্ট্যাফলার্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সাধারণ সূচক ১০৪২.৬২ পয়েন্ট থেকে বেড়ে ১৫৭২৬.১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময় ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৭৮টির ও কমেছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল মোট লেনদেন হয় ৬৩ কোটি টাকার, যা গতকালের চেয়ে তিন কোটি টাকার কম। সূচক বাড়ার সঙ্গে লেনদেন কমে যাওয়ার এ প্রবণতাকে অস্বাভাবিক বলে মনে করছেন সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশের প্রধান ব্যবস্থাপক ইওয়ার সাঈদ। তিনি সাংবাদিকদের বলেন, "এটা মোটেই স্বাভাবিক বলা যায় না।

বাছ-বিচার ছাড়াই সব শেয়ারের দাম বেড়েছে। দর বৃদ্ধির এই ধারা কতদিন থাকে, সেটাই দেখার বিষয়। " রোববার দরপতন দিয়ে সপ্তাহ শুরুর পরদিনও ডিএসইতে সাধারণ সূচক ২৬০ দশমিক ২৬ পয়েন্ট কমে। এতে বিােভ করে বিনিয়োগকারীরা। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত ছিল যা পুঁজিবাজার চাঙ্গাভাবের কারণে বাতিল করা হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.