আমাদের কথা খুঁজে নিন

   

কুয়াশার শাড়ী

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯) মেঘ জল ঝরিয়ে সারা আকাশ দিলো কুয়াশার শাড়ী ছড়িয়ে শাদা হিমেল পরশে ছুঁয়ে ছুঁয়ে যায় কাঁপিয়ে পার্থিব হরষে যেন উড়ছে গাঙচিল নিয়নের বুকে আনে অন্য আলোর মিছিল জানলায় একরাশ শাদাটে স্থির হয়ে ডাকে অবাধ্য হাওয়ার মাঠে সেখানে কেবল কুয়াশানারী হাত বাড়িয়ে রাখে মায়ার নিমন্ত্রণ চৌধারি তারপর হারিয়ে যাওয়া কুয়াশার শাদা দেহে হঠাৎ নিজেকে পাওয়া আহ! মোহময় কুয়াশানারী আমাকে নাও সাথে তোমার মর্মর বাড়ি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।