আমাদের কথা খুঁজে নিন

   

কুয়াশার দিন

প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে

মধ্যকার্তিকের এই কুয়াশাময় ঝাপসা দিনগুলো আমার ভালো লাগছে গেল কার্তিকে অর্থাৎ বারোমাস আগে যুবতী ধানের ক্ষেতে শীতাভ ভোরগুলো কখন ঠিক রেখে গেছে পাতায় পাতায় লক্ষকোটি হীরের টুকরো খেয়াল করি নি একবছরেই পুড়তে পুড়তে আমি ঢের সাবালক এবারের কার্তিকে রমণীমাত্রকেই জাপটে ধরতে ইচ্ছে হচ্ছে প্রতিটা কুয়াশাবিন্দুতে দেখছি সূর্য নয় একেকটা রমণীয় মুখ প্রণয়াবেগে শুধু দুলছে এখন কি রমণীময় এইসব ধানক্ষেতে আমি গড়াগড়ি দেব বসন্তে নয় মনে হয় কার্তিকেই মানুষ প্রথম প্রকৃত প্রেমে পড়ে রচনাকাল : ১৯৯১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।