আমাদের কথা খুঁজে নিন

   

পেলেই নিতে নেই!!

রিকশাও তেল খায়...আর মানুষ তো মানুষই আজ্ঞে প্রথম লেখা দিতে হবে, কিন্তু হাতে তো লেখা আসেনা। তাই একটি গল্পই শেয়ার করলাম, একদা এক দেশে, এক গহীন বনের ধারে এক অতি দরিদ্র কাঠুরে থাকত তার বউ কে নিয়ে। খুবি অভাবের সংসার তার; দিন আনে দিন যেতে চায়না অবস্থা। প্রতিদিন সে বনে গিয়ে কাঠ কাটে। তো, এমনি একদিন জঙ্গলের ভিতরে ঢুকে এক জলার পাশে কাঠ কাটছে।

হঠাৎ বেমক্কা কুড়ালটা হাত থেকে ছুটে গিয়ে একদম পানির গভীরে। বেচারা শোঁকে আকাশ বাতাস কাঁপিয়ে কান্না শুরু করল। তার কান্না শুনে বনদেবতার মায়া হোল....... আঃ কি বল্লেন এতক্ষনে, গল্পটা জানেন!! তো আগে বল্লেই পারতেন মশাই, গল্প তো আর কম জানিনা। এখন যাই বলুন শুরু যখন করেছি শেষ না করে ছাড়ছিনা। আচ্ছা তাহলে তো জানেনই যে দেবতার আশীর্বাদে কাঠুরের ভাগ্য ফিরে আসল, বউ কে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগল।

কিন্তু এই সুখের মাঝে হঠাৎ আবার এক নতুন বিপদ এলো একদিন। বেচারার একমাত্র বউটি কিভাবে যেন, বনে গিয়ে হারিয়ে গেছে। কিছুতেই খুঁজে পাওয়া গেলনা বেচারি কে। ব্যস, আবার শুরু হোল কাঠুরের সেই আকাশ বাতাস কাঁপিয়ে কান্না। বনের গাছের পাতারা সব ঝরে পড়তে লাগল ঝর ঝর করে।

প্রিয় বান্দার এমন ক্রন্দনে দেবতার সিংহাসন কেঁপে উঠলো, আর চুপ থাকতে পারলেননা। ছুটে এসে সুধালেন,'কি হয়েছে বৎস্য'। কান্নাজরিত কণ্ঠে কাঠুরে কোনমতে তার বউ হারিয়ে যাওয়ার কথা জানালো। সবশুনে দেবতা ভাবল, 'এ আর এমনকি! এখনি খুঁজে বের করে দেওয়া যায়। কিন্তু লোকটিকে আবার একটু যাচাই করে নেওয়া যাক, ভাগ্যের সাথে সততা বজায় আছে কিনা দেখা যাক।

' তো এই ভেবে মাধুরী দিক্ষিত কে নিয়ে এলো কাঠুরের সামনে, বল্ল, 'দেখো তো, এই তোমার বউ কিনা?' সামনে মাধুরী কে দেখে হতভম্ব কাঠুরে ২ সেকেন্ড ভাবল, পরেই উল্লাসে বলে উঠলো, 'ধন্যবাদ হে মহান দেবতা, আমার বউ কে ফিরিয়ে দিয়েছ, চির কৃতজ্ঞ রইব তোমার কাছে। ' কাণ্ড দেখে তো দেবতা রেগে অগ্নিশর্মা, ক্রুদ্ধস্বরে কাঠুরেকে বল্ল, 'ওরে! অধম হতভাগা, এতই অধঃপতনে গিয়েছিস তুই! এখনি তোর উপর বজ্রাঘাত হানবো আমি। ' শুনে কাঠুরিয়া মাথা নিচু করে বল্ল, ' দেবতা আমার কিছু বলার আছে, শোনার পর তোমার যা শাস্তি মন চায় তুমি দিয়ো। ' দেবতার অনুমতি নিয়ে কাঠুরে বল্ল, ' আমি তোমার দয়া আর মাহাত্য খুব ভালভাবেই জানি, জানি তুমি কিভাবে তোমার দয়া বণ্টন কর। এখন তুমি মাধুরী কে নিয়ে এলে, আমি তাকে না বললে নিয়ে আসতে ঐশ্বরিয়া কে(সাথে বেবি-বি), তাকেও না করলে শেষে নিয়ে আসবে আমার বউ কে, তারপর খুশি হয়ে সবগুলো বউ-বাচ্চা সহ বিশাল সংসার চাপিয়ে দিবে আমার কাঁধে।

দেবতার দান তো ফিরিয়েও দিতে পারবনা, কিন্তু ওইদিকে আমার কি শোচনীয় অবস্থা হবে ভেবে দেখেছো একবার!! আমি সাধাসিধে মানুষ, একটা বউই দেখে রাখতে পারিনা, আর এরকম বলিউড সংসারে তো বিশাল ফ্লপ খাবো। ' সবশুনে দেবতা মুচকি হেসে মনে মনে বান্দার বুদ্ধির তারিফ করল। তারপর কাঠুরের আসল বউ আর অনেক বর দিয়ে বিদায় নিল। [সংগ্রহীত] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.