আমাদের কথা খুঁজে নিন

   

ভালোর মন্দ নয়, বরং মন্দের ভালোটাই দুর্লভ যেখানে ...

***** মন্দ আমরা, অন্যের পেরিয়ে আসা পথের মন্দভালোর কাহিনি শুনতে শুনতে আর নিজেরটা শোনাতে শোনাতে, পাশাপাশি চলাতে আমাদের কোনো আপত্তি নেই। অন্যের পথে চলতে গেলে ধাক্কাধাক্কিতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি। সম্ভাব্য সংঘাত এড়াতে, আমরা চাই, প্রত্যেকেই অন্যদের সমান্তরালে তার নিজের পথ ধরেই চলবে। চলতে চলতে অন্যদের অগ্রগতিতে সহযোগিতা করতে পারলে ভালো, না-পারলেও দোষের কিছু নেই, তবে, কেউ যেন অন্যের প্রগতির পথে বাধা হয়ে না-দাঁড়াই, --এখানে এটাই তো মন্দের ভালো। কারো সহযোগী হবার ভান করে আমরা যখন তার প্রতিবন্ধক হয়ে দাঁড়াই, এমন ঘৃণ্যকে ঘৃণা না-করে তখনও যারা আমাদেরকে পাশে থাকার সুজোগ জোগায়, তারাই ঘৃণ্যতম। নিজের পথের মন্দভালো কাহিনি শোনাতে শোনাতে আর অন্যেরটা শুনতে শুনতে, পাশাপাশি চলতে আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। রঙ্গপুর : ১২/১২/২০১১ করণিক : আখতার ২৩৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.