আমাদের কথা খুঁজে নিন

   

শিশুর মাথায় আঘাত ( head injury ) লাগলে কি করবেন

ডা: শাহরিয়ারের পোষ্ট ( লেখার টপিকের খোজে আমি লন্ডন ন্যাশনাল হেলথ ( NHS ) এর পেশেন্ট এডুকেশন লিফলেট গুলো দেখছিলাম, বাংলা ভাষায় এ রকম কোন উদ্দ্যেগ নেই। আমি চেষ্টা করব বাংলা ভাষায় পেশেন্ট এডুকেশন লিফলেট তৈরী করার। আমি আশা করছি পাঠকরা আমাকে টপিক দিয়ে ( জানতে চেয়ে ) সাহায্য করবেন। আজকের টপিক এবং তথ্য NHS থেকে নেওয়া ) শিশুকে শান্ত রাখার চেষ্টা করুন, তবে শিশু খেলতে চাইলে খেলতে দিতে পারেন। মাথা ব্যাথার কথা বললে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে পারেন।

কখন শিশুকে ডাক্তার দেখানো জরুরী • প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবার পরও যদি শিশু মাথা ব্যাথার কথা বলে • শিশু অতিরিক্ত ঘুম ঘুম ভাব বা ঝিমুনী দেখায় এবং শিশুর ঘুম ভাঙ্গতে চায়না। • শিশুর হাটতে কষ্ট হয়। • শিশু অস্বাভাবিক ব্যাবহার করে। • শিশুর শরীর বা মুখের কোন অংশে খিচুনী হয়। • শিশু বমি করতে থাকে।

আমার ফেসবুক পেজ সবাইকে ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.