আমাদের কথা খুঁজে নিন

   

আগামীকাল চন্দ্রগ্রহণ....

এ বছরের দ্বিতীয় ও শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ সংঘটিত হবে আগামী ১০ ডিসেম্বর। বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩৬ মিনিটে শুরু হবে গ্রহণের উপচ্ছায়া পর্যায়। ছায়াগ্রহণ শুরু হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। চন্দ্র গ্রহণের পূর্ণতা পাবে রাত ৮টা ৭ মিনিটে এবং তা ৮টা ৫৮ মিনিট পর্যন্ত চলবে। রাত ১১টা ২৮ মিনিটে শেষ হবে এর শেষ উপচ্ছায়া পর্যায়।

গ্রহণ চলার সময় চাঁদ অনেকটা তামাটে বা লালচে চাকতির মতো মনে হবে। সূর্যগ্রহণ খালি চোখে দেখা ক্ষতিকর হলেও চন্দ্রগ্রহণ খালি চোখে সহজেই দেখা সম্ভব। তুলনামূলক ভালোভাবে দেখতে বাইনোকুলার, সম্ভব হলে টেলিস্কোপ ব্যবহার করা যেতে পারে। তবে পূর্ণিমার সময় টেলিস্কোপ বা ক্যামেরা ব্যবহার করলে ফিল্টার ব্যবহার করতে হবে। গ্রহণটি দেখা যাবে দেশের সব এলাকা থেকেই।

বাংলাদেশ থেকে এমন বিরল চন্দ্রগ্রহণ আগামী সাত বছর আর দেখা যাবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।