আমাদের কথা খুঁজে নিন

   

আগামীকাল 'ইত্যাদি'



বাংলাদেশ টেলিভিশনে আগামীকাল রাত ৯টায় প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। এবারের ইত্যাদিতে গান রয়েছে তিনটি। পরিবেশ, জলবায়ু, মাটি, পানি ও প্রাকৃতিক সম্পদকে নিয়ে গানটি গেয়েছেন অ্যান্ড্রু কিশোর, সুর করেছেন আলী আকবর রুপু আর গানটি লিখেছেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। আর একটি দ্বৈতসঙ্গীত পরিবেশন করেছেন শিল্পী ডলি সায়ন্তনী ও আগুন। গানের কথা লিখেছেন কবির বকুল ও সুর করেছেন তাপস।

এছাড়াও এক মুখে যারা দুই কথা বলেন অর্থাৎ দ্বৈত চরিত্রের মানুষদের নিয়ে আর একটি গান গেয়েছেন নকুল কুমার বিশ্বাস। নিউইয়র্ক প্রবাসী একজন সৎ মানুষের ওপর একটি প্রতিবেদন রয়েছে। ভৈরবের একজন সচেতন মানুষ যিনি দেড়যুগ ধরে যৌতুকের বিরুদ্ধে মানুষকে সচেতন করছেন। তবে কোনো কিছু প্রাপ্তি বা স্বীকৃতির লোভে নয়, নিতান্তই বিবেকের তাড়নায়। রংপুরের এক অসহায় পরিবারের অবর্ণনীয় দুঃখ-কষ্টের ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন।

এছাড়াও ভেজালপণ্য, ভেজাল সবজি ও একজন সচেতন কৃষকের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন রয়েছে। ফলের মাসকে সামনে রেখেই এবারের দর্শকপর্ব সাজানো হয়েছে। এবারের দর্শকপর্বের ৬ জন দর্শককে নির্বাচিত করা হয়েছে স্টুডিওতে এবং পার্বত্য জেলা রাঙামাটি থেকে। রাঙামাটি সরকারি কলেজ থেকে দু’জন এবং রাঙামাটি সরকারি মহিলা কলেজ থেকে দু’জন এবং বাকি দু’জন আমন্ত্রিত দর্শকদের মধ্য থেকে। এছাড়াও এবারের ইত্যাদিতে বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বিভিন্ন নাট্যাংশ।

বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভিক্ষাবৃত্তির নতুন উপায়, বিয়ের পাত্রীর রান্নার হাত যাচাই, পানি নিয়ে সমস্যা, সকালে ঘুম থেকে ওঠা নিয়ে বিজ্ঞাপন নির্মাণ, মামা-ভাগ্নে পর্ব, প্রতিভা খোঁজার অভিনব উপায় ইত্যাদি বিভিন্ন বিষয়ে নাট্যাংশগুলো করা হয়েছে। প্রতিটি নাট্যাংশেই রয়েছে বিনোদনের পাশাপাশি আমাদের সামাজিক অসঙ্গতিকে ঘিরে তীব্র ব্যঙ্গ বিদ্রুপের কষাঘাত। বরাবরের মতো এবারের ইত্যাদিও দর্শকদের আনন্দ দেবে। এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেনÑ আরিফুল হক, ফারুক আহমেদ, আবদুল কাদের, আফজাল শরীফ, ফখরুল হাসান বৈরাগী, সোলায়মান খোকা, নাজমুল হুদা বাচ্চু, সুভাশিষ ভৌমিক, মহিউদ্দিন বাহার, কামাল বায়েজীদ, আবদুল আজিজ, জিল্লুর রহমান, রতন খান, শোভা খোন্দকার, আমিন আজাদ, কাজী আসাদ, মতিউর রহমান, তরু মোস্তফা, নিশা, বিলু বড়–য়া, দীপু, নজরুল, কাজল, আপেল, রুমী, রবিন, নিপু, শম্পা, মামুন, সুজাত, টুকু, স্বপন, চান্নুসহ আরো অনেকে। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

নির্মাণ করেছেন ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ইত্যাদি আমাদের প্রিয় অনুষ্ঠান। দেখা যাক হানিফ সংকেত কি চমক দেন আমাদের।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।