আমাদের কথা খুঁজে নিন

   

মডারেশন স্ট্যাটাস

সংবিধানের তৃতীয় ভাগ –এ “মৌলিক অধিকার” এর অংশ- “জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকাররক্ষণ” ৩২- এ বলা আছে, জীবন ও ব্যাক্তি স্বাধীনতা হইতে কোন ব্যাক্তি কে বঞ্চিত করা যাইবে না। মডারেশন স্ট্যাটাস "আপনি একজন সাধারন ব্লগার আপনার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে। " গল্প কোথা থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে তা নিয়ে ভাবতে ভাবতে আমার চলে গাছে বহুদিন। ছোট বেলায় বাবা গল্প শোনাতেন, জীবনটা ১তা খেলা এখানে ভাল ভাবে খেলাটাই সবচেয়ে গুরত্তপুরনু ঘটনা ।

কেউ কেউ সেটা ভালভাবে ঘটাতে পারে ,কেউ কেউ পারে না। আমি বুজতাম না বাবার কথা। আরও একটু যখন বড় হলাম বাবার গল্প তা আমার নিজের জীবনের গল্প হয়ে গেল। যেটা আজ পর্যন্ত শেষ হচ্ছে না। তবে এরিই মধ্যে আমি এটা শিখে গাছি যে জীবনে কোথাও কোথাও পুরস্কারের বেবস্থা আছে।

কিন্তু নিজেকে সবসময় প্রস্ন করি,জিতে গেলে কে দেবে আমায় এ পুরস্কার !আর হেরে গেলে কে দেবে আমায় শাস্তি কিংবা সেটা কতটা তীব্র হবে,-সে ব্যাপারে আমার কত যে সন্দেহ ভেতরে ভেতরে? বিচারপতি বসিয়া আছে...চলছে তর্ক আর বিতর্ক । হেরে গেলেই দেয়া হবে,তিরিস্কারের শেষ পরিনতি। কিন্তু বিচারপতি তোমারও তো কোনদিন বিচার হবে। আমার বর্তমান ভাবনার সাথে হয়তো অনেকেই ১মত হবে? কথা বলা যাবে না!কারন কি বলব...... লীগ কেন তত্থাবধায়ক দেবে না... এ কথা বল্লেই কিছু সুবাধিবাদি বলবে... সংবিধানের প্রতি আস্থা নাই। যে নাশকতা বি এন পি কিংবা জামাত শিবির চালাছে সেটার কথা যদি বলি সুবাধিবাদি বলবে...দেশের স্বার্থে কিছু ছাড় দিতে হচ্ছেরে।

যুদ্ধাপরাধিদের বিচার যদি চাই । কেউ কেউ বলবে আমাকে নাস্তিক। জাগরন মঞ্চের যে অনেক বড় ১ টা ভুল হয়ে গাছে,সে কথা বললে কেউ কেউ তো বলবেই রাজাকার। কোথায় যাব এবার তাহলে? গল্প কোথা থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে তা নিয়ে ভাবতে ভাবতে আমার চলে গাছে বহুদিন। এখনও সেটায় ভাবছি।

দীর্ঘ ২ বছর পর আসলাম ব্লগে নিয়মিত হবার জন্নে। ব্লগিং করা থেকে কাল পর্যন্ত ছিলাম নিরাপদ ব্লগার। কিছু সত্য বলে গতকাল ১টা রপক পোস্ট দিলাম , হয়ে গেলাম সাধারন ব্লগার। এতে আমার কিছু যায় আসে না। আমি খুব ভাল করেই জানি ১ দিন হয়তো ব্লক ও করে দিবেন।

তখনও আমার কিছু যায় আসবে না। কিন্তু যে প্লাটফর্ম টা আপনারা যারা বানিয়েছিলেন স্বাধীনতা কে স্থায়িত্ব করবার জন্নে। তার মুক্তি কিভাবে করবেন?সে আপনারা যারা পৃষ্ট পোষকতায় আছেন তাদের কাছেই ছেড়ে দিলাম। কারন আপনাদেরকেও কেউ না কেউ কোথাও না কোথাও ব্লক করবার কথা ভাবছে। " ঘণ্টা ঢং ঢং করে কোথায় যেন বাজছে।

আমরা কেউ জানছি না কে বাজাচ্ছে। শুধু শব্দ শুনছি দূর হতে ভেসে আসছে"। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।