আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীর ভাষায় অসাধরন একটি রম্য কবিতা

... ভোডের সময় হেতি কইছে দশ টিঁয়া সের চাইল দিব বালা মন্দ দেখব হেতি যে জন ডোঙ্গায় ভোড দিব। হোলা-মাইয়ার লেয়া হড়া বিনা হইসায় চালাইব অল্প-হইসায় হগল জিনিস বেক মাইনেষরে খাওয়াইব। হেতি অন হিরি গেছে হন্চাষ টিঁয়ায় চাইল্ বেছে হারা দেশে মারামারি হেতিরা সব ঘুম গেছে। হারাদিন কাম কইল্যে হেডের ভাত জুডে না— চৌয়ে-মুয়ে আঁধার দেহি বিজলী ওতো থায়ে না। দিন-দুহুরে খুন-খারাবি চাঁদাবাজি চইলছে বেশ, লুডি-কাডি খাইছে সবাই বালা নাকি চইলছে দেশ। চাইল নাই, ডাইল নাই, বিজলী নাই ঘরে, গ্যাস-হানির টানাটানি হুরা শহরে। মিছা কইয়া ভোড নিয়া অইছে মিনিস্টার, ভোডের লাই আইলে আবার সবাই মিলি হিঁছা মার। হাডা বাঁশে গোডা জাতি আঁটকি গেছে ভাই, হেতাগারে না দোড়াইলে আংগো বাঁচন নাই। লেখক আহমেদ উল্লাহ ভূইয়া, সংগৃহীত।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.