আমাদের কথা খুঁজে নিন

   

তিনি জিজ্ঞেস করলেন এরা কারা ! তাকে জানানো হলো, এরা দিল্লীর চাঁদনী চকের বেশ্যা !

জগ মসজিদের ভিতর থেকে দেখলেন বাহিরে কিছু সংখ্যক মেয়েরা রঙ্গ-ঢঙ্গ করে হেঁটে চলছে, তিনি জিজ্ঞেস করলেন এরা কারা ! তাকে জানানো হলো, এরা দিল্লীর চাঁদনী চকের বেশ্যা ! এরপর তিনি... পতিতালয়ের দিকে যাচ্ছেন … সবাই তাকে ফেরানোর চেষ্টা করছে। কিন্তু তিনি যাচ্ছেনই। যেই ব্যক্তি পতিতালয়ের দিকে যাচ্ছেন তিনি একজন ইসলামী স্কলার। পতিতালয়ে ঢুকে পরলেন। সবাই তো অবাক… ... এ আবার কে আসল এই আকাম করতে ? ! ... ধীরে ধীরে নারীদের কাছে গিয়ে বললেন তোমরা সবাই বস…আমার চারিপাশে ।

আজ আমি তোমাদের গান শুনাবো। সবাই তো অবাক…হ্যা ,তাইতো আমরা তো অনেক দিন ধরেই আনন্দ করি না। আমাদেরকে মানুষ শুধু ভোগ ই করতে আসে…কেউ আনন্দ দিতে আসেনা। সবাই গোল হয় বসল। তিনি পকেট থেকে কোরআন বের করলেন…আস্তে আস্তে তেলাওয়াত শুরু করলেন…সুমধুর সুরে তেলাওয়াত করতে লাগলেন…সবাই যেন পাথর হয়ে যাচ্ছে আস্তে আস্তে…কেউ একটুও নড়াচড়া করতেছে না … কি আশ্চর্য !! যাদের এই জীবন গেছে মানুষের কথায় উঠবস করতে সেই তারা আজ কি শুনছে ?? কিন্তু তিনি তেলাওয়াত করতে আছেন আল্লাহর দেওয়া সুমধুর কন্ঠে … এই সব নারীদের চোখে আজ কেন যেন অশ্রুর সমুদ্র কেউ প্রবেশ করিয়ে দিয়েছে … সেই সমুদ্রের বাধে কেউ অনেক শক্ত করে আঘাত করেছে … তাই পানি যেন ছিটকে অনেক দূরে ঘরিয়ে পড়ছে … উপচে পড়ছে … কেউ থামানোর মত নেই … কেউ নেই … শুধু কান্না ,নীরবতা আর কুরআন তেলাওয়াত চলছে… আজ তাদের এই কান্নার মাঝেও মহা আনন্দের দিন…তারা সবাই ইসলাম গ্রহন করল…যেই পতিতা এখানকার মালিক ছিল, সর্ধারীনী, সেও ইসলাম কবুল করলো ! জিহাদের সময় এসে উপস্থিত ।

তুমুল বেগে জিহাদ শুরু হয়ে গেছে … চলছে … অস্ত্রের ঝনঝনানি…মুসলিমদের অনেকেই শহীদ হলেন…সাথে শহীদ হলেন এই ব্যক্তিটিও …তারা আজ সেই সর্ধারিণীর হাতের রান্না খেয়ে জিহাদের ময়দানে নেমেছিল…সেই পতিতারাই ইসলামের কাজ করেছে যাদের কাছে দাওয়াত পৌছার কারণে তারা ইসলাম গ্রহন করেছিল…তিনি সেদিন বলেছিলেন, তাঁরা কি আমাদের সমাজের মেয়ে নয় ! তাঁদের জন্য কি ইসলাম আসেনি দুনিয়াতে ! অথচ, পেছনের লোকেরা তাদের দিকে যেতে নিষেধ করেছিল…থেমে গেলে হয়ত তারা আর আলোর মুখ দেখত না…জাহান্নামের খরি হিসেবেই থাকত…জ্বলতে থাকত আজীবন…অনেক কষ্টে …সেই কষ্ট আমাদের আজকের দাঈ'রা (ইসলামের দিকে আহ্বানকারী) কি বুঝে ??? ……কিন্তু বালাকোটের ময়দানে শহীদ হওয়া শাহ ঈসমাইল শহীদ (রহঃ) ঠিকই বুঝেছিলেন। Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.