আমাদের কথা খুঁজে নিন

   

লেনদেনের শুরুতে অস্থির সূচক

দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে সূচকের অস্থিরতা লক্ষ করা যাচ্ছে। লেনদেনের শুরুতেই একাধিকবার সূচক ওঠানামা করে। আর আধা ঘণ্টা শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির দাম বেড়েছে। তবে সূচক সামান্য কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ১.৭০ পয়েন্ট বেড়ে ৫,০২৯.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ৪২ পয়েন্ট বেড়ে যায়। তবে ১০ মিনিটে ১০ পয়েন্ট কমে সূচক। এরপর আবারও সূচক ঊর্ধ্বমুখী হয়ে ২০ মিনিটে ১১ পয়েন্ট বেড়ে যায়। আর ২৫ মিনিটে কমেছিল ৭ পয়েন্ট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইতে মোট ১৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৪টির দাম বেড়েছে, কমেছে ৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ সময় পর্যন্ত ডিএসইতে ৪০ কোটি টাকা লেনদেন হয়েছে। আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, ফুওয়াং সিরামিকস, গ্রামীণফোন, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, যমুনা অয়েল, ফুওয়াং ফুড, ইস্টার্ন ব্যাংক ও উত্তরা ব্যাংক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.