আমাদের কথা খুঁজে নিন

   

ভিমরুল ও আমার নানা ভীমরতি

Shams কার্টুন আঁকানোর প্রবল ঝোঁকটা বেড়ে গেলে আর ক্লাসের খাতার মার্জিনের ফাঁকে না আঁকিয়ে ঢাকার ফান ম্যাগাজিনগুলোতে কার্টুন আঁকানোর চেষ্টা শুরু করলাম। কিন্তু আমার ভাগ্যে জুটল স্থানীয় নামসর্বস্ব সাপ্তাহিক আর দৈনিক পত্রিকা। তাদের প্রয়োজন জায়গা পূরণ করা। আমার কার্টুন ছাপানোর পর লোপার কাছে স্টার না হয়ে জোকার হয়ে গেলাম। হঠাত্ বুদ্ধি এলো এভাবে না করে লোপাদের বাসায় যে পত্রিকা নেয়, শুধু সেটাতেই চেষ্টা করব।

আমাদের রাজশাহীতে পত্রিকা বিলি হয় সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টায়। ক’দিনের মধ্যে জানতে পারলাম ওরা বাসায় নেয় আমার দেশ (পাঠক, ভাববেন না আমি আমার দেশ-এর বিজ্ঞাপন করছি)। তখন কেবল আমার দেশ যাত্রা শুরু করেছে। ফান ম্যাগাজিনের নাম ভিমরুল। সেটার মূল আকর্ষণ আহসান কবিরের অসাধারণ লেখা আর কিশোর ভাইয়ের মারাত্মক সব কার্টুন।

আমার তখন ধ্যানজ্ঞান কীভাবে ভিমরুলে আঁকা যায়? কার্টুন পাঠাতে থাকি আর দোয়া করতে থাকি। খুব একটা বেশি সময় অপেক্ষা করতে হয় না ০৮/০১/২০০৫ ভিমরুলে ১৪তম সংখ্যায় আমার কার্টুন প্রকাশিত হয়। শুরু হয় ভিমরুলের সঙ্গে পথ চলা। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কার্ড আসে আমার দেশ থেকে। তাতে বি.স. আহসান কবির ভাইয়ের ভিজিটিং কার্ড।

সেই ছোট্ট থেকে তার লেখা পড়ে আসছি। ভিজিটিং কার্ডে তার সেলফোন নম্বর পেয়ে আকাশের চাঁদ পেয়ে গেলাম। রাত ৮টার পর ফোন-ফ্যাক্সের দোকানে ৩ টাকা মিনিটের ফোনে উনাকে নিয়মিত জ্বালাতন শুরু করলাম। ২৬/০৪/২০০৯ তারিখে ভিমরুল আবার কার্টুন প্রকাশিত হলো, ভিমরুল তখন চলে গেছে ব্রডশিটে। তখন বি.স. ছিলেন মাসুম ভাই।

সে বছর ১০ ডিসেম্বর ভিমরুল আবার ম্যাগাজিন রূপে ফিরে এলো, বি.স. কার্টুনিস্ট রকি ভাই। কার্টুনিস্ট হিসেবে জীবনের প্রথম সম্মানীটা তার হাত ধরে। জীবিকার তাগিদে ২৯ অক্টোবর ২০১০ থেকে ঢাকায়। কবির ভাই, মাসুম ভাইকে যেমন ফোন করে বিরক্ত করতাম, রকি ভাইকে তেমন বিরক্ত করি না। অফিস ছুটির পরে সোজা ‘আমার দেশ’ অফিসে চলে যাই।

সেখানে রকি ভাই আমার কার্টুন ড্রইংয়ের উন্নতির জন্য নানা উদ্যোগ নিয়েছিল, সেগুলো ব্যর্থ হয়। কারণ আমার বেশি ভালো লাগে আড্ডা মারতে। ৩০০ সংখ্যা উপলক্ষে যেটা বলতে চাই, প্রমথ চৌধুরী লিখে গেছেন, ‘রোগই সংক্রামক স্বাস্থ্য নয়। ’ কথাটা ভুল, রকি ভাইয়ের সঙ্গে সঙ্গে থেকে আমর ওজন এখন ১৭ কেজি ওভার ওয়েট। সর্বশেষ ফলাফল অনুসারে তিনি সেঞ্চুরি থেকে ৬ কেজি দূরে মানে ৯৪-তে, আর আমি ৮৮-তে।

তাও ভালো কবির ভাই নেই, তার মাথায় চুল থাকত না। ভিমরুল আছে বলে আমি এ পর্যায়ে আছি, ৩,০০০তম সংখ্যায় আমি না থাকলেও ভিমরুল থাকুক এটাই খাস দিলে দোয়া করি।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.