আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক চ্যাট window তে emotion বার যোগ করুন

কখনো মানুষ ছিলাম না, ধীরে ধীরে অমানুষ হয়ে যাচ্ছি। বিশ্বের সবচেয়ে বড় social নেটওয়ার্ক ফেসবুক-এতে কার কুনো সন্দেহ নেই। আমরা প্রতিনিয়ত ফেসবুক এ বন্ধু-বান্ধব অথবা প্রিয়জন ের সাথে চ্যাট করি। সেই সময় আমরা অনেক emotion ব্যাবহার করি। এগুলো আমাদের কোড চেপে insert করতে হয়।

যেমনঃ smile পাঠাতে চাইলে আমরা :-) চেপে প্রবেশ করাই। এতে করে কিছু সমস্যা দেখা যায়। অনেক সময় কোড ভুলে যাই অথবা অনেক কোড মনে না রাখার কারনে খুব বেশী পরিমান emotion ব্যাবহার করতে পারি না। কিন্তু যদি এমন হয় যে, চ্যাটের সময় প্রত্যেকটা window-তে আলাদা আলাদা emotion বার যুক্ত হবে। তাহলে অনেক সহজ হয়ে যাবে।

আমরা অনেকগুলো emotion রেডি পেয়ে যাব। যখন দরকার হবে তখন মাউস দিয়ে ক্লিক করে এন্টার দিলেই চলে যাবে। এখানে বাড়তি সুবিধা হিসেবে আপনার লেখা কে bold অথবা underline করার সুযোগ পাবেন। এই script টি আপনার ফায়ারফক্স ব্রাউজারে দেখাবে যদি Greasemonkey টি ইন্সটল করা থাকে। আপনি যদি আমার মত google chrome ব্যাবহার করেন তাহলে " style="border:0;" /> (^^^) :putnam: ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.