আমাদের কথা খুঁজে নিন

   

কিছু মজার তথ্য

বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়..... * বুদ্ধিমান ব্যাক্তির বেশি তামা এবং দস্তা থাকে তাদের চুলে। * পৃথিবীর সবচেয়ে ছোট মা-বাবা হচ্ছে ৮ এবং ৯ বৎসর বয়সের। তারা চীনে থাকত। * মানুষের একটি চোখ জন্মের থেকে একই থাকে। আরেকটি শুধু বাড়ে।

দুটো একসাথে বাড়ে না। * আপনি ঘুমিয়ে থেকে বেশি কেলরি ক্ষয় করেন বসে বসে টিভি দেখার চেয়ে। * না খেয়ে মরার চেয়ে না ঘুমিয়ে আপনি আগে আগে মরতে পারেন। আপনি ১০ দিন না ঘুমালে মারা যেতে পারেন। * পেঁয়াজ কাটার সময় আপনি গাম যদি কামরাতে থাকেন, তাহলে আপনার চোখ থেকে জল আসবে না।

* মোনা লিসার ছবিতে কোনো আইব্রো নেই। * যখন চাঁদ আপনার ঠিক উপরে, তখন আপনার ওজন একটু কম হবে। * এলেক্সান্ডার গ্রাহাম বেল কখনই তার মা অথবা বউকে ফোন করেনি, কারন তারা দুইজন বিধির ছিলো। * “I Am” ইংরেজীর সবচেয়ে ছোট বাক্য। * স্প্যানিসে Colgate মানে হচ্ছে “নিজের গলায় দড়ি দাও” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.