আমাদের কথা খুঁজে নিন

   

অননুমোদিত আবাসনের বিজ্ঞাপন অবৈধ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অননুমোদিত বিভিন্ন আবাসন কোম্পানির প্রকল্পের বিজ্ঞাপন প্রচার অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট। একইসঙ্গে এসব আবাসন প্রকল্পের বিজ্ঞাপন ও সব ধরনের কার্যক্রম বন্ধে আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ রায় দেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত ১৫ জুন থেকে আবাসন মেলা শুরু হয়। ওই মেলায় যেন কোনো অননুমোদিত আবাসন কোম্পানি ও প্রকল্প অংশ নিতে না পারে এবং বিজ্ঞাপন প্রচার করতে না পারে সে বিষয়ে নির্দেশনা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হাইকোর্টে রিট আবেদন করে।

এর পরিপ্রেক্ষিতে গত ১৬ জুন প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি অন্তর্র্বতীকালীন নির্দেশ দেয়। রুলে রাজউকের অননুমোদিত আবাসন প্রকল্পগুলোর মেলায় অংশগ্রহণ ও বিজ্ঞাপন প্রচারে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানানোর নির্দেশ দেওয়া হয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বুধবার আদালত রায় দেয়। আদালতে আবেদনকারী পক্ষে আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও ইকবাল কবির মামলা পরিচালনা করেন। রিয়াল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।