আমাদের কথা খুঁজে নিন

   

‘অননুমোদিত আবাসন প্রকল্পে ঋণ নয়’

বুধবার বাংলাদেশ ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই নির্দেশ দিয়েছে।
অননুমোদিত বেসরকারি আবাসন প্রকল্প উন্নয়ন এবং ফ্ল্যাট কেনায় ঋণ দেয়ার ঘটনা নজরে আসায় এই নির্দেশ দেয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগ থেকে এই প্রজ্ঞাপন সব ব্যাংককে পাঠানো হয়েছে।
আবাসন প্রকল্পে ঋণ দেয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্তও দেয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক কে এম আব্দুল ওয়াদুদ।
এখন থেকে অনুমোদিত আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়নের জন্য ঋণ বিতরণের আগে বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা-২০০৪ এ উল্লেখিত সব শর্ত ও পরামর্শ অনুযায়ী আবাসিক প্রকল্পের কার্যক্রম পরিচালিত হওয়া সম্পর্কে নিশ্চিত হতে হবে।
ঋণের অর্থ ব্যাংকে রক্ষিত আবাসন প্রকল্পের বন্ধকীকৃত জমি বাদে অন্য কোনো জমিতে অথবা অন্য কোনো আবাসন প্রকল্পে ব্যবহার করা যাবে না।
রাজউকসহ অন্যান্য সংবিধিবদ্ধ সংস্থার অনুমোদনহীন আবাসন প্রকল্পে কোনো ব্যাংক ইতোমধ্যে ঋণ দিয়ে থাকলে বিতরণকৃত অর্থ সম্পূর্ণ আদায় না হওয়া পর্যন্ত বন্ধকীকৃত সম্পত্তি ছাড় করা যাবে না।
এছাড়া ব্যক্তিগতসহ সব সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কোনো প্রকল্পে অর্থায়ন করতে চাইলে তা স্থানীয় সরকার(পৌরসভা)আইন-২০০৯ এর ধারা ৫০(১)(গ) এবং একই আইনের দ্বিতীয় তফসিলের ক্রমিক নং ৩৫ ও ৩৬ এর বর্ণনা অনুযায়ী পৌরসভা কর্তৃক অনুমোদিত হতে হবে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।