আমাদের কথা খুঁজে নিন

   

উরাধুরা টেক: আইফোন দিয়ে মশা তাড়ানোর অ্যাপ নিয়ে আসলো অ্যাপল

:) অ্যাপলের আইফোন যারা ব্যাবহার করছেন তাদের জন্য সুখবর, এখন থেকে আপনার মোবাইল সেটটিকে মশা তাড়াতেও ব্যাবহার করতে পারবেন আপনারা। আর এর জন্য শুধু দরকার হবে পাইরোটেকনিক্স টেকনোলজির উপর ভিত্তি করে নির্মিত একটি অ্যাপ। বাজারে প্রচলিত অন্য সব এন্টিমস্কিউটো অ্যাপ গুলো শব্দত্তর তরংগ ব্যাবহার করে। সেখানে নতুন এই প্রযুক্তি ইউজারদের জন্য একেবারেই অভাবনীয়। পাইরোটেকনিক্স হচ্ছে বিশেষ অবস্থায় রাসায়নিক বিক্রিয়ার ফলে ধোঁয়া, আগুন বা গ্যাস তৈরির মতো ঘটনা।

এই অ্যাপটি চালু করলে আইফোনের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে এবং একপর্যায়ে আইফোন থেকে ধোয়া বের হতে শুরু করবে ক্রমাগত বের হতে থাকা এই ধোঁয়াকে ধূপ হিসেবে ব্যাবহার করে আপনি ঘরকে মশামুক্ত করতে পারবেন সাধারনত তাপমাত্রা বৃদ্ধি পেলে যেকোনো মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস থেকেই ধোয়া বের হওয়ার ঘটনা ঘটতে পারে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন পাইরোটেকনিক্স ঘটানোর জন্য সবচেয়ে উপযুক্ত হ্যান্ডসেট হলো অ্যাপল কোম্পানীর মোবাইল সেট আইফোন। “জানি কথাটা শুনে অনেকে ভয় পেতে পারেন, কিন্তু এটা সত্যি যে অল্প তাপমাত্রাতেই ধোয়া বের হওয়ার রেকর্ড আছে আইফোনের। কিছুদিন আগে অস্ট্রেলিয়াগামী একটি প্লেনে এরকম ঘটনা ঘটেছে। ল্যান্ডিং এর সময় হঠাৎ করেই এক যাত্রীর হাতের মুঠোয় থাকা আইফোন থেকে ধোয়া বের হতে শুরু করে।

পরে সেই সেটটি নিয়ে গবেষণা করে আমরা জেনেছি মাত্রাতিরিক্ত তাপের কারনেই ঘটেছে এই ঘটনা…” বলেছেন একজন গবেষক। তবে অ্যাপল জানিয়েছে, এই দুর্বলতাকেই তারা ব্যাবহার করতে চান নতুন কোনও কাজে, আর সে লক্ষ্যকে সামনে রেখেই নির্মিত হলো এই বিশেষ অ্যাপ। এই ধোঁয়াকে আরও কি কি কাজে ব্যাবহার করা যায় সে ব্যাপারে ইউজারদের কাছে মতামত চেয়েছে তারা। তবে নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন ইউজারদের তাদের মোবাইলকে শীতল পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন তারা। “আপনার আইফোন সেটটিকে সঠিক উপায়ে জীবাণুমুক্ত করুন , অত্যাধিক তাপমাত্রা পরিহার করে অপেক্ষাকৃত শীতল পরিবেশে রাখুন, তাহলেই দুর্ঘটনার আর কোনও আশংকা থাকবে না…” আরও খবর: গুগল ম্যাপের সহায়তায় হারিয়ে যাওয়া খোকাকে বাসায় পৌছে দিলো পুলিশ ‘জিসম টু’-তে অন্তত ক্যামেরার সামনে বিবসনা হচ্ছেন না পর্নোস্টার সানি লিওন আয়নার সামনেও রোবট স্মার্ট খবর গুলো নেয়া হয়েছে উরাধুরা নিউজ থেকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.